Ratan Tata: ন্যানো ইভিতে চেপে রতন টাটার হোটেলে ঢোকার ভিডিও ভাইরাল

ভারতীয় বাণিজ্য সংস্থাগুলির মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হলো টাটা (TATA) গোষ্ঠী। শতাব্দীর শুরু থেকেই ভারতীয়দের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে এই সংস্থা।

Ratan Tata sitting in a red Tata Nano Electric Vehicle

ভারতীয় বাণিজ্য সংস্থাগুলির মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র হলো টাটা (TATA) গোষ্ঠী। শতাব্দীর শুরু থেকেই ভারতীয়দের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে এই সংস্থা। শিল্পে ব্যবহৃত স্টিল থেকে শুরু করে বাড়িতে ব্যবহারের নুন সব কিছুই তৈরি করে এই সংস্থা। একটা সময় ভারতের বাষ্প চালিত রেল ইঞ্জিন তৈরি করতো এই সংস্থা, পাশপাশি আমাদের সকলের প্রিয় হাওড়া ব্রিজের জন্য যে স্টিল ব্যাবহার করেছিল তৎকালীন ইংরেজ সরকার তাও দিয়েছিলো এই টাটা গোষ্ঠী।

তাই ভারতে টাটা শুধু একটি গোষ্ঠী নয়, বরং বলা চলে ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আধিকারিক এমনকি মন্ত্রীদের আবেগের জায়গা। আর টাটা গোষ্ঠীর নাম আসলেই যার নাম সবার প্রথমে মাথায় আসে তিনি হলেন রতন টাটা। টাটা সংস্থার অন্যতম কর্ণধার। তবে এতোবড় সংস্থার মালিক হলেও নিজেকে খুবই সাধারণ রাখতে ভালোবাসেন এই বর্ষীয়ান শিল্পপতি।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তাঁর বাড়িতে রয়েছে দেশী থেকে বিদেশি নানা রকমের গাড়ির সম্ভার। তবে তাঁকে সম্প্রতি দেখা গেলো একটি রিবিল্ড টাটা ন্যানো করে তাজ হোটেলের ভেতরে ঢুকতে। একটা সময় দেশের মানুষের স্বার্থে তিনি বাজারে নিয়ে এসেছিলেন টাটা ন্যানো। সময়ের সাথে সাফল্য লাভ করলেও বর্তমানে গাড়ির প্রোডাকশন বন্ধ করেছে সংস্থা।

কিন্তু এবার সেই গাড়ি চেপেই শহরের নামী হোটেলে গেলেন তিনি। তবে সেই গাড়ি সম্পূর্ণ ভাবে ব্যাটারি চালিত বলে জানা গিয়েছে। যার নাম টাটা ন্যানো ইভি, যদিও এই গাড়ির প্রোডাকশন এখনও শুরু করেনি সংস্থা। ঠিক সেই কারণে মানুষের কেনার ইচ্ছে থাকলেও তা আপাতত হওয়ার নয়।