Haryana: হরিয়ানায় ৫ শহরে বন্ধ হল স্কুল, সিনেমা হল

রাজ্যে ক্রমশ বর্ধমান সংক্রমণকে মাথায় রেখেই হরিয়ানায় আরও কঠোর করা হল বিধিনিষেধ। শনিবার রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুরগাঁও সহ মোট…

Covid 19: Upward Corona Graph, Number of Active Patients Rising in the Country

রাজ্যে ক্রমশ বর্ধমান সংক্রমণকে মাথায় রেখেই হরিয়ানায় আরও কঠোর করা হল বিধিনিষেধ। শনিবার রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুরগাঁও সহ মোট ৫টি শহরে সিনেমা হল ও স্পোর্টস কমপ্লেক্সগুলি বন্ধ করা হচ্ছে। আগামী ১২ জানুয়ারি অবধি এই শহরগুলিতে সমস্ত স্কুলও বন্ধ থাকবে।

হরিয়ানা সরকারের নির্দেশিকা অনুযায়ী, গুরগাঁও, ফরিদাবাদ, অম্বালা, পঞ্চকুলা ও সোনিপতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই শহরগুলিতে সংক্রমণের হার সর্বাধিক হওয়ায় বিধিনিষেধ জারি করা হয়েছে। ২ জানুয়ারি থেকে আগামী ১২ জানুয়ারি অবধি এই বিধিনিষেধ জারি থাকবে।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি অবধি গুরগাঁও, ফরিদাবাদ, অম্বালা, পঞ্চকুলা ও সোনিপতের সব স্কুল বন্ধ থাকবে। এছাড়াও সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্সও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০% কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

এই ৫ শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলিকে বিকেল ৫টা অবধি খোলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে বার, রেস্তরাঁগুলিতে কেবল ৫০% গ্রাহক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।