Rahul Gandhi: ‘গ্রেফতারি’ হুমকি উপেক্ষা করে গুয়াহাটিতে রাহুলের ন্যায় যাত্রায় বিপুল সমাবেশ

জনপ্লাবনে অবরুদ্ধ হয়ে যাবে গুয়াহাটি, ন্যায় যাত্রায় কংগ্রেসের প্রস্তুতি দেখে এমনই জানাচ্ছে অসমের সংবাদ মাধ্যম। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হঁশিয়ারি গুয়াহাটি শহরের মাঝখানে…

জনপ্লাবনে অবরুদ্ধ হয়ে যাবে গুয়াহাটি, ন্যায় যাত্রায় কংগ্রেসের প্রস্তুতি দেখে এমনই জানাচ্ছে অসমের সংবাদ মাধ্যম। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হঁশিয়ারি গুয়াহাটি শহরের মাঝখানে এলেই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) গ্রেফতার করব। আর অসম প্রদেশ কংগ্রেসের দাবি ন্যায় যাত্রা হবেই। পরিস্থিতি সংঘাতম। গ্রেফতারির হুঁশিয়ারি পেয়ে রাহুল গান্ধী বলেন, হিমন্ত বিশ্বশর্মা দেশের সবথেকে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বকর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান। তিনি এখন মোদী-শাহর বিশেষ ঘনিষ্ঠ। কংগ্রেসের ন্যায় যাত্রা অসমে প্রবেশের আগেই তিনি রাহুল গান্ধীকে নিশানা করতে থাকেন। এ রাজ্যে গত ৪৮ ঘণ্টায় ন্যায় যাত্রা ঘিরে রাজনৈতিক হাওয়া গরম। রাম জন্মভূমির অনুষ্ঠানের দিন অসমে শংকরদেব মন্দিরে রাহুল গান্ধীর প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কংগেসের কটাক্ষ, ‘ভয় পেওনা হিমন্ত’।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড় ন্যায় যাত্রা গুয়াহাটি শহরের মাঝখান থেকে সরে যেতে পারে না এবং যদি তা মেনে না হয় তবে সরকার মামলা করা হবে।

হিমন্ত গ্রেফতারির হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যারা আইন ভাঙবে, আমরা শো-অফ করব না; তবে এক বা দুই মাস পরে, দু’জনকে গ্রেপ্তার করা হবে, যার মধ্যে একজন এসপিজির প্রাক্তন কর্মী রয়েছে। আমরা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে তাদের গ্রেপ্তারও করতে পারি।