গুজরাটে নির্বাচনী দায়িত্বে থাকা আধা-সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হত দুই

gujarat election

গুজরাটের পোরবন্দরের কাছে নির্বাচনী (Gujarat Election) দায়িত্বে নিয়োজিত আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ রক্তাক্ষয়া আকার নিল। বিবাদ এতটাই বেড়ে যায় যে, জওয়ানরা একে অপরের উপর গুলি চালায়৷ এই ঘটনার জেরে মৃত্যু হয় দুই জওয়ানের। ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। রাজ্য পুলিশ সুত্রে খবর, জওয়ানদের মধ্যে বিবাদের সময়, তারা ডিউটিতে ছিলেন না।

Advertisements

এই বিষয়ে পোরবন্দরের কালেক্টর এবং জেলা নির্বাচন অফিসার এ এম শর্মা বলেছেন, যে দুই জওয়ান মারা গিয়েছেন, তারা মণিপুরের একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) অংশ ছিলেন এবং গুজরাট নির্বাচনের দায়িত্বে ছিলেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনও এক অজানা বিষয়ে এক জওয়ান তার অ্যাসল্ট রাইফেল দিয়ে তার সহকর্মীদের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়৷ আহত হয় আরও দুজন। তাকে জামনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements

প্রসঙ্গত, পোরবন্দর জেলায়, প্রথম ধাপে ১ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ দ্বিতীয় দফায় ভোট ৫ ডিসেম্বর এবং ফলাফল 8 তারিখে প্রকাশ হবে৷