দিল্লি থেকে গ্রেনেড উদ্ধার

দিল্লিতে (Delhi) উদ্ধার হল গ্রেনেড। জানা গিয়েছে, দিল্লির ময়ূর বিহার এলাকায় যমুনা খাদর থেকে একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। আর এরপরেই গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।…

দিল্লিতে (Delhi) উদ্ধার হল গ্রেনেড। জানা গিয়েছে, দিল্লির ময়ূর বিহার এলাকায় যমুনা খাদর থেকে একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। আর এরপরেই গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গ্রেনেডটি একটি জলের পাত্রের নীচে পাওয়া গেছে। তবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে।

গভীর রাতে দিল্লি পুলিশ এই বিষয়ে খবর পায় যার পরে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য এনএসজি-র সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ এনএসজি-র সাহায্যে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ জানায়, যমুনায় কয়েন খুঁজতে ডুবুরিরা নদীতে নামলে তারা একটি মাটির পাত্র খুঁজে পায়। এই মাটির পাত্রে তারা একটি গ্রেনেড খুঁজে পেয়েছিল যার পরে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে তারপর স্পেশাল সেল ও এনএসজি-কে খবর দেয়।

সূত্রের খবর, এটা অর্ডিন্যান্সের পুরনো গ্রেনেড। বর্তমানে, পুলিশ ময়ূর বিহার থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টির তদন্ত করছে পুলিশ।