একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমানোর ভাবনা কেন্দ্রের

ওষুধের দাম নিয়ে এবার সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারণ এবার মারণ ক্যান্সার, হৃদরোগের মতো ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী…

West Bengal Pharmaceutical's Ringers Lactate Found Below Standards, Says CDSCO Report (January)

ওষুধের দাম নিয়ে এবার সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারণ এবার মারণ ক্যান্সার, হৃদরোগের মতো ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার।

short-samachar

   

আরও ভাল ও সুলভ স্বাস্থ্য পরিষেবা দিতে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ আগস্ট গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত সব ওষুধের দাম কমাতে পারে সরকার। কেন্দ্রীয় সরকার কিছু প্রস্তাব তৈরি করলেও এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের তৈরি প্রস্তাবে সিলমোহর দিলে গুরুতর রোগের জন্য ব্যবহৃত ওষুধের দাম ৭০ শতাংশ কমানো হতে পারে।

বলা হচ্ছে, উচ্চবাণিজ্যিক মার্জিন কমানোর কথাও ভাবছে সরকার। কেন্দ্র ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন (এনএলইএম), ২০১৫ সংশোধন করার জন্যও কাজ করছে, যা বর্তমানে ব্যাপকভাবে প্রচলিত ওষুধগুলি অন্তর্ভুক্ত করতে পারে।