মাঝ আকাশে প্রায় শ্বাস বন্ধ যাত্রীর, চিকিৎসা করলেন তেলেঙ্গানার রাজ্যপাল

রাজ্যপাল চিকিৎসকের ভূমিকায়! ব্যাপারটা তাই দাঁড়াল। তেলেঙ্গানার গভর্নর তামিলিসাই সুন্দররাজন, তিনি পেশায় একজন ডাক্তার, সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজের আসল ভূমিকায় অবতীর্ণ হলেন। দিল্লি…

রাজ্যপাল চিকিৎসকের ভূমিকায়! ব্যাপারটা তাই দাঁড়াল। তেলেঙ্গানার গভর্নর তামিলিসাই সুন্দররাজন, তিনি পেশায় একজন ডাক্তার, সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজের আসল ভূমিকায় অবতীর্ণ হলেন। দিল্লি থেকে হায়দ্রাবাদগামী ফ্লাইটে সহযাত্রীকে রীতিমত ফিরিয়ে আনলেন মৃত্যুর মুখ থেকে।

ওই বিমানেই ছিলেন টুইটার ব্যবহারকারী রবি চন্দর নায়েক মুদাভাথ। গোটা ঘটনার বর্ণনা দিয়ে টুইট করেন তিনি। তিনি টুইট করেছেন, “আজ আমি তামিলিসাই সুন্দররাজনের সাথে একই বিমানে ভ্রমণ করেছি। তিনি দিল্লি-হায়দরাবাদ ফ্লাইটে একজন রোগীর চিকিৎসা করেছিলেন। ওই ব্যক্তি আচমকাই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন।”

একজন টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ছবিতে সুন্দররাজনকে যাত্রীর চিকিৎসা করতে দেখা যায়। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, অসুস্থ যাত্রী অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদমর্যাদার একজন সিনিয়র আইপিএস অফিসার। ১৯৯৪ ব্যাচের অফিসার কৃপানন্দ ত্রিপাঠী উজেলা পিটিআইকে বলেন, “ম্যাডাম গভর্নর আমার জীবন বাঁচিয়েছেন। তিনি আমাকে মায়ের মতো সাহায্য করেছেন।”

অন্ধ্র প্রদেশ ক্যাডারের একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, “যখন তারা আমার হার্টবিট চেক করেছিলেন তখন তা ছিল মাত্র ৩৯। তিনি আমাকে সামনের দিকে ঝুঁকে থাকতে পরামর্শ দেন। ধীরে ধীরে সেভাবে বসে থেকে আমার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক গতি পায়।”