Goa: আদালত থেকে সোনা ও নগদ চুরির জেরে আইনজীবী গ্রেফতার

68
Gold and cash stolen from evidence room of Goa court
Advertisements

গোয়ার (Goa) পানাজি আদালতের প্রমাণ কক্ষ থেকে নগদ টাকা ও সোনা চুরির অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।

পুলিশ সুপার (উত্তর) নিধিন ভালসান সাংবাদিকদের বলেছেন, ভালপইয়ের একজন ফৌজদারি আইনজীবী মঙ্গলবার সন্ধ্যায় আদালতের টয়লেটে লুকিয়ে ছিলেন এবং কর্মীরা চলে যাওয়ার পরে নগদ ও স্বর্ণ চুরি করেছিলেন। চুরি হওয়া মালামালের মূল্য নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি। আদালত ভবনের পিছনের দিকটি ছেড়ে যাওয়ার পরে, অভিযুক্ত প্রথমে দক্ষিণ গোয়ার দিকে চলে যায় এবং তারপরে পানাজি থেকে ৬০ কিলোমিটার দূরে তার নিজের শহর ভালপোইয়ের দিকে মোড় নেয়।

Advertisements

তিনি বলেন, ক্রাইম ব্রাঞ্চসহ পুলিশের আটটি টিম গঠনের পর ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি রহস্য উন্মোচন করে। এসপি ভ্যালসন বলেছেন, অভিযুক্ত একটি দাঙ্গা মামলায় এবং একটি মারাত্মক দুর্ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

Advertisements
Advertisements