Goa : তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা ওড়াল কংগ্রেস

ফের জোটের আভাস। এবার উদ্যোগ নিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কংগ্রেস এবং তৃণমূল-কংগ্রেস, উভয় দলের দিকেই তিনি বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। গোয়ার (Goa) সমুদ্রতটে এখন…

Goa

ফের জোটের আভাস। এবার উদ্যোগ নিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কংগ্রেস এবং তৃণমূল-কংগ্রেস, উভয় দলের দিকেই তিনি বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত।

গোয়ার (Goa) সমুদ্রতটে এখন বইছে ভোটের হাওয়া৷ উড়ছে রাজনৈতিক পতাকা৷ তৃণমূলের  (TMC) পতাকাও রয়েছে সেখানে। জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী কংগ্রেস (Congress)৷ বিজেপিও  (BJP) ছাড়ার পার্টি নয়৷ বাক্যবাণ চলছে অহরহ। এরই মধ্যে মিত্রতার বার্তা। দিয়েছে শরদ পাওয়ার৷ বিজেপি বিরোধী ওপর দুই দল কং এবং তৃণমূলকে। গোয়ায় তৈরি হয়েছে জোটের সম্ভাবনা।

১৪ ফেব্রুয়ারি গোয়াতে নির্বাচন। তার আগে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার বলেছেন, ‘তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে। প্রত্যেক দলই নিজেদের পছন্দের আসনের কথা জানিয়েছে। এ ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।’

‘গোয়ায় পরিবর্তন দরকার। বিজেপি সরকারকে সরিয়ে দেওয়া প্রয়োজন। আসন্ন নির্বাচনে আমরা একসঙ্গে লড়তে চাইছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আলোচনা চলছে।’

যদিও এনসিপি প্রধানের বক্তব্যকে খারিজ করে দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘তৃণমূলের সঙ্গে এ ব্যাপারে আমাদের কোনো কথাই হয়নি। ওরা যেদিন থেকে গোয়াতে এসেছে সেদিন থেকেই অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে আমাদের ওপর। বিজেপিকে আক্রমণ না করে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে বারংবার বাক্যবাণ শানানো হয়েছে আমাদের লক্ষ্য করে।’