
উত্তরাখণ্ডের চামোলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জোশিমঠ-বদ্রীনাথ মহাসড়কের লাম্বগড়ের কাছে একটি হিমবাহ (Glacier) ভেঙে গেছে। ঘটনাটি শনিবার গভীর রাতে বলা হচ্ছে। এখানে প্রবাহিত ড্রেনে হিমবাহ এসে পড়লে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। এর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। ১২ দিনের মধ্যে এটি দ্বিতীয় হিমবাহ ভাঙার ঘটনা। হেমকুন্ড সাহেবের গুরুদ্বার প্রবন্ধক সেবা সিং জানিয়েছেন, হিমবাহটি অবশ্যই ভেঙেছে তবে কোনও ধরনের ক্ষতির খবর নেই।
প্রসঙ্গত, ৩০ জানুয়ারিও চামোলি জেলায় হিমবাহ ভেঙে গিয়েছিল। নিতি উপত্যকার মালারি গ্রাম থেকে ২০০ মিটার দূরে মালারি নালায় হিমবাহ ভেঙে যাওয়ায় মানুষ আতঙ্কে ছিল। প্রায় পনেরো মিনিট ধরে এলাকায় তুষারপাত ছিল। সকাল ১০টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










