পাঞ্জাবে এনকাউন্টার, নিকেশ ১ গ্যাংস্টার

পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) শুরু হয়েছে এনকাউন্টার। জানা গিয়েছে, বুধবার অমৃতসর জেলার একটি গ্রামে পুলিশের সাথে এনকাউন্টারের পরে এক গ্যাংস্টারকে নিকেশ করা হয়েছে। গ্যাংস্টার-বিরোধী টাস্ক ফোর্সের…

পাঞ্জাবে এনকাউন্টার, নিকেশ ১ গ্যাংস্টার

পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) শুরু হয়েছে এনকাউন্টার। জানা গিয়েছে, বুধবার অমৃতসর জেলার একটি গ্রামে পুলিশের সাথে এনকাউন্টারের পরে এক গ্যাংস্টারকে নিকেশ করা হয়েছে। গ্যাংস্টার-বিরোধী টাস্ক ফোর্সের কর্মকর্তারা এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন।অমৃতসর গ্রামীণ বেল্টের ভক্তি কালানৌর গ্রামে এই এনকাউন্টার চলছে।

গ্রামে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনজন পুলিশ কর্তা আহত হয়েছেন। পাঞ্জাবি গায়ক সিধু মুশাওয়ালা খুনে অভিযুক্ত দুই গ্যাংস্টার জাগরুপ সিং রূপা এবং মুন্না কুসা। গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসরের আটারিতে চিচা ভাকনা গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জগরূপ সিং রূপাকে খতম করেছে পুলিশ। তবে মুন্না কুসার সঙ্গে গুলির লড়াই জারি রয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী তিন জন পুলিশ আহত হয়েছেন। আহত এক সংবাদমাধ্যমের ক্যামেরাপার্সন।

   

সূত্রের খবর, অমৃতসর থেকে ২০ কিলোমিটার দূরে ভাকনা গ্রামে চলে এনকাউন্টার অভিযান। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পাঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। এখনও অবধি ৮ জনকে আটক করা সম্ভব হয়েছে। ৩ জন পলাতক। পলাতকদের মধ্যে রয়েছে দীপক মুন্ডি।
জগরূপ রূপার মৃত্যুর পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় অ্যাম্বুলেন্স। পাকিস্তান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিতি ওই গ্রাম ঘিরে একেবারে চলে রণক্ষেত্র পরিস্থিতি।

Advertisements

গত মে মাসে নিরাপত্তা উঠে যাওয়ার পরেই দুষ্কৃতিদের গুলিতে নিহত হন বিখ্যাত গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুশাওয়ালা। পাঞ্জাবের মানসা জেলার কাছে তাঁর দেহ গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। অভিযুক্ত মান্নু কুসার গুলিতে প্রথম নিহত হন সিধু। ঘটনার কানাডার কুখ্যাত গোল্ডি ব্রার গ্যনাগইয়ের যোগ রয়েছে বলে জানা যায়। অন্যতম অভিযুক্ত লরেন্স বিষ্ণোইকে গ্রেফতার করে পুলিশ। এই মুহুর্তে তিহার জেলে রয়েছে সে।