ভোটে খালি হাতে ফিরে একযোগে পদত্যাগ নাটক শুরু গান্ধী পরিবারের

বিধানসভা নির্বাচনে একাধিক রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই ফলাফল নিয়ে আলোচনার জন্য রবিবার ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত…

Sonia Gandhi

বিধানসভা নির্বাচনে একাধিক রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই ফলাফল নিয়ে আলোচনার জন্য রবিবার ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন বলে খবর। যদিও একে নাটকীয় পদত্যাগ বলেই মনে করছে বিরোধী শিবির ও সমালোচকরা। অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা খবরটিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন।

শনিবার সুরজেওয়ালা বলেছেন, গোটা বিষয়টি ক্ষমতাসীন বিজেপির কল্পনা। এই ধরনের অপ্রমাণিত প্রচারমূলক বিজ্ঞপ্তি করা উচিত নয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির কাছে পাঞ্জাবে হেরেছে এবং বিজেপির কাছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে হেরেছে। দলের এই ভরাডুবির পরই শোনা যায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী পদত্যাগ করবেন।

যদিও সোনিয়া গান্ধী এই নির্বাচনের আগে সক্রিয়ভাবে প্রচার করেননি। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, ভাই-বোন জুটিও দলের মূল প্রচারক ছিলেন। উত্তর প্রদেশের AICC-এর সাধারণ সম্পাদক ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার নেতৃত্বে কংগ্রেস ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করতে পেরেছে।

২০১৯ সালের সাধারণ নির্বাচনে দল টানা দুবার পরাজয়ের পরে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। অন্তর্বর্তী সভাপতি হিসাবে আবারও দলের শাসনভার গ্রহণ করেন সোনিয়া গান্ধী।