অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা ভোট। নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন তিন দফায় অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর হবে ভোট। তবে এই ভোটের মাঝেই শক্তি বাড়তে চলেছে বিজেপি (BJP)-র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আগামীকাল ১৮ই আগস্ট বিজেপিতে যোগ দিতে চলেছেন জম্মু ও কাশ্মীরের এক হেভিয়েট নেতা।
আজ শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের একটি ছবি শেয়ার করে জুলফিকার আলি সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে রাজৌরি ও পুঞ্চ সম্পর্কিত বিভিন্ন বিষয় ছাড়াও এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এবার তিনি বিজেপিতে শামিল হতে চলেছেন।
রবিবার ১৮ অগাস্ট সকাল সাড়ে দশটায় জম্মুর ত্রিকূট নগরে বিজেপিতে যোগ দেবেন রাজৌরি-পুঞ্চের প্রাক্তন মন্ত্রী তথা সিনিয়র রাজনৈতিক নেতা চৌধুরি জুলফিকার চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক শ্রী তরুণ চুগ এবং জম্মু ও কাশ্মীর বিজেপি সভাপতি শ্রী রবীন্দ্র রায়না তাকে দলে স্বাগত জানাবেন, আর এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীর বিজেপির মিডিয়া ইনচার্জ ডঃ প্রদীপ মাহোত্রা।
শুক্রবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। ডঃ প্রদীপ মাহোত্রা বলেন, নির্বাচন কমিশন ভোটের ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। জম্মু ও কাশ্মীরের সমস্ত প্রার্থী, রাজনৈতিক দল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সহ আদর্শ আচরণবিধির সমস্ত বিধান প্রযোজ্য হবে।
জম্মু ও কাশ্মীর সম্পর্কিত যে কোনও ঘোষণা বা নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আদর্শ আচরণবিধি প্রযোজ্য হবে। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর কমিশন জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্যসচিবকে আদর্শ আচরণবিধি লাগু করার জন্য অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।
Fromer Jammu and Kashmir Minister Choudhary Zulfikar Ali will join BJP tomorrow at BJP headquarters, Trikuta Nagar, Jammu: J&K BJP
(file pic) pic.twitter.com/eIURqGsu85
— ANI (@ANI) August 17, 2024