বর্তমান সময়ে এমন বহু কোম্পানি রয়েছে যারা কিনা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এবার এই পথে হাঁটতে চলেছে বড় আইটি কোম্পানি সিসকো (Cisco Layoffs)। সিসকো এবার ব্যাপক পরিমানের কর্মী ছাঁটাই পরিকল্পনা করছে। স্বভাবিকভাবেই এহেন খবরে রাতের ঘুম উড়ে গিয়েছে অধিকারিকদের। কার কপাল পুড়বে সেই আশঙ্কায় রীতিমতো কাঁপতে শুরু করেছেন সকলে।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া এক নথিতে সিসকো জানিয়েছে, তারা তাদের বৈশ্বিক কর্মী সংখ্যা ৭ শতাংশ কমানোর পরিকল্পনা করছে। প্রায় ৬০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর আগে ফেব্রুয়ারিতে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করেছিল সিসকো।
সিসকোর কর্মকর্তারা বলছেন, ছাঁটাইয়ের পর খরচ কমাতে চায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এই অর্থ সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করবে। ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটির খরচ ১০০ কোটি ডলার কমতে পারে।
প্রতিষ্ঠানটি আশা করছে, এই ছাঁটাইয়ের সিদ্ধান্তের পর ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৭০০ থেকে ৮০০ কোটি ডলার সাশ্রয় করতে পারবে প্রতিষ্ঠানটি। বছরের শেষ নাগাদ বড় অঙ্কের অর্থ সাশ্রয়ের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। সিসকো জানিয়েছে, ২০২৪ সালের জুনে এআই স্টার্টআপ কোহের, মিস্ট্রাল এবং স্কেলে বিনিয়োগ করেছিল তারা। তিনটি স্টার্টআপেই এই বিনিয়োগ ছিল ১০০ কোটি ডলার। শুধু তাই নয়, এনভিডিয়ার সঙ্গে এআই নিয়েও কাজ শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাঁটাইয়ের ঢেউ দেখেছে প্রযুক্তি কোম্পানিগুলি। সম্প্রতি ইনটেল ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সেইসঙ্গে মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।