লোকসভার আগে বিরাট ধাক্কা খেল কংগ্রেস, BJP-তে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী

লোকসভা ভোট (Loksabha Vote 2024) যখন একদিকে শিয়রে রয়েছে ঠিক তখনই দেশে বড় রাজনৈতিক পালাবদল ঘটল। ২০২৪-এর ভোটের আগে এক কথায় বড়সড় ধাক্কা খেল কংগ্রেস (Congress)। আর এই বড় খবর উঠে আসছে ঝাড়খণ্ড থেকে, যেখানে লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস সাংসদ গীতা কোডা (Geeta Koda)।

এই গীতা কোডা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী। সূত্রের খবর, মধু কোড়াও তাঁর স্ত্রী গীতা কোডার সঙ্গে বিজেপিতে যোগ দিতে বিজেপি অফিসে পৌঁছেছিলেন। মধু কোডার স্ত্রী গীতা কোডা বর্তমানে পশ্চিম সিংভূম জেলার চাইবাসা থেকে সাংসদ। বাবুলাল মারান্ডির আগে কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন গীতা কোডা। ভোটের আগে ঝাড়খণ্ডে এটি বিজেপির একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

   

সূত্রের খবর, মধু কোডার স্ত্রী গীতা কোডা রাজ্যে কংগ্রেসের জোট নিয়ে খুশি ছিলেন না। সূত্রের খবর, ছত্তিশগড়ের পদাঙ্ক অনুসরণ করে রাজমহল ও চাইবাসায় হারানো আসনে বিজেপি সময়ের আগেই প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় চাইবাসা আসন থেকে বিজেপির শক্তিশালী প্রার্থী কংগ্রেস সাংসদ গীতা ছাড়া আর কোনও মুখ নন, সেই কারণেই বিজেপি হাইকম্যান্ডের নজর গীতা কোডার দিকে।

বস্তুত, দলের কমান্ড বাবুলালের হাতে যাওয়ার পর থেকেই তাঁর চোখ জেএমএমের সবচেয়ে শক্তিশালী দুর্গ সাঁওতাল ও কোলহানের দিকে। তিনি যে কোন মূল্যে এই দুর্গ ধ্বংস করতে চান। সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের রাজনীতিতে কুর্মি জাতির গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত প্রাক্তন সাংসদ শৈলেন্দ্র মাহাতোর সঙ্গে যোগ দেওয়াও এই কৌশলের অংশ। শৈলেন্দ্র মাহাতোর পর দলের নজর এখন গীতা কোডার দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন