Indian Army: নেই পেনশন, নেই সহায়ক ভাতা― ভারত সরকারের অবহেলায় একাত্তরের যোদ্ধারা

অবহেলিত ১৯৭১ সালের জওয়ানরা। পেনশন নেই, কোনো সহায়ক ভাতা নেই। দিল্লি হাইকোর্টে মামলা চলছে। সে’দিনের ‘হিরো’রা (Indian Army) আজ অবহেলিত।  Advertisements সম্প্রতি ‘দ্যা প্রিন্ট’-এ একটি…

Indian Army

অবহেলিত ১৯৭১ সালের জওয়ানরা। পেনশন নেই, কোনো সহায়ক ভাতা নেই। দিল্লি হাইকোর্টে মামলা চলছে। সে’দিনের ‘হিরো’রা (Indian Army) আজ অবহেলিত। 

Advertisements

সম্প্রতি ‘দ্যা প্রিন্ট’-এ একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। লেখক ভারতের প্রাক্তন সেনা অফিসার এবং একাত্তরের যুদ্ধের একজন বীর, ডি পি রামাচন্দ্রন। তিনি তাঁর প্রতিবেদনে তুলে ধরেছেন কিছু বিস্মকয় তথ্য। সাধারণত যা থেকে যায় প্রদীপের আলোর পাদদেশে। রামাচন্দ্রন লিখেছেন একাত্তরের যোদ্ধাদের প্রতি ভারত সরকারের উদাসীনতার কথা।

   

Short Service Commissioned Officers (SSCOs)

একাত্তরের যুদ্ধে সেনায় যোগ দিয়েছিলেন অনেকে। তাঁদের স্বল্প মেয়াদী অফিসার হিসেবে গণ্য করা হয়। যুদ্ধাবস্থার পর সেই জওয়ানদের পূর্ন সেনার মর্যাদা দেয়নি তৎকালীন ভারত সরকার। এমনটাই জানিয়েছেন ডি পি রামাচন্দ্রন। তাঁর মতে, সরকারের অবহেলার স্বীকার শর্ট সার্ভিস কমিশনেড অফিসারেরা। রামাচন্দ্রন নিয়েও ভুক্তভুগীদের মধ্যে একজন। তিনি জানিয়েছেন, একাত্তরের স্বল্প মেয়াদী অফিসারদের অনেকের বয়স এখন পেরিয়েছে সত্তর। সরকারী সহায়তা থেকে তাঁরা বঞ্চিত। 

প্রাক্তন অফিসার জানিয়েছেন, দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে মামলা দায়ের করেছে স্বল্প মেয়াদী অফিসারদের সংগঠন। গত কয়েক বছর ধরে মামলা খুলে রয়েছে। নিষ্পত্তি আজও হয়নি। 

‘কাটা ঘায়ে নুনের ছিটে’ দিয়েছে বর্তমান সরকার। কেন্দ্র সরকারকে ভর্ৎসনা করে প্রাক্তন সেনা অফিসার বলেছেন, ‘বর্তমান কেন্দ্র সরকার বছরখানেক আগে ভাতার কথা ঘোষণা করেছিল। বলা হয়েছিল ১৯৬৫ এবং ১৯৭১ সালে যাঁরা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাঁদের পাশে দাঁড়াবে কেন্দ্র। কিন্তু অচিরেই ধামা চাপা পড়ে এই ভাবনায়।’

ডি পি রামাচন্দ্রনের আক্ষেপ, ‘সেন্ট্রাল ভিস্তার মতো প্রজেক্টের জন্য কেন্দ্রের অর্থের অভাব হয় না। কিন্তু যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ বাজি রেখেছিলেন তাঁদের ভাগ্য শুধু অবহেলা।’