Savitri Jindal: জোরালো ধাক্কা কংগ্রেসে! ‘হাত’ ছেড়ে ‘পদ্ম’ শিবিরে দেশের সবথেকে ধনী মহিলা

Savitri Jindal Former Haryana minister

লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততোই একের পর এক ধাক্কা খেতে হচ্ছে কংগ্রেস শিবিরকে৷ এবার দেশের সবথেকে ধনী মহিলা সাবিত্রী জিন্দল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন৷ ওপি জিন্দল গ্রুপের চেয়ারম্যান এবং হরিয়ানার প্রাক্তন মন্ত্রী সাবিত্রী জিন্দল বুধবার গভীর রাতে ঘোষণা করেছেন যে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিতে চলেছেন৷

Advertisements

আরও পড়ুন: Savitri Devi: শিল্পপতি মিত্তাল ও প্রেমজির থেকেও বেশি সম্পদ সাবিত্রীর, কে তিনি?

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট তিনি জানান, নিজের পরিবারের পরামর্শে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি ওই পোস্টে লিখেছেন, ‘একজন বিধায়ক হিসেবে আমি ১০ বছর ধরে হিসারের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছি এবং একজন মন্ত্রী হিসেবে নিঃস্বার্থভাবে হরিয়ানা রাজ্যের সেবা করে গিয়েছি৷ হিসারের জনগণ আমার পরিবার এবং সেই পরিবারের পরামর্শেই আজ কংগ্রেসের সদস্যপদ থেকে পদত্যাগ করছি৷’

তিনি আরও লেখেন যে, ‘কংগ্রেস নেতৃত্বের সমর্থনের জন্য, আমাকে সম্মান দেওয়ার জন্য সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞ থাকব৷’

savitri jindal x handle post

Advertisements

কিন্তু জানেন কি এই সাবিত্রী জিন্দলের সম্পত্তির পরিমাণ কত? ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, ২০২৪-এর ২৮ মার্চ পর্যন্ত সাবিত্রীর মোট সম্পত্তির (Savitri Jindal Net Worth) পরিমাণ ভারতীয় মুদ্রায় ২.৪৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি৷ দেশের সবথেকে ধনী মহিলাদের তালিকায় তাঁর নাম সর্বাগ্রে আসে৷ বিশ্বে কোটিপতিদের তালিকায় তাঁর স্থান ৫৬ নম্বরে৷

আরও পড়ুন: Loksabha Election 2024: ‘একজনকে ছেড়ে কংগ্রেসের সবাইকে দলে নেবো’, ভোটের আগে দাবি মুখ্যমন্ত্রীর

ওপি জিন্দল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দল বিধায়ক এবং মন্ত্রী রূপে একটা বড় সময় জনসেবা করেছেন৷ ২০০৫ সালে এক বিমান দুর্ঘটনায় তাঁর স্বামী ওপি জিন্দলের মৃত্যু হয়৷ এই OP Jindal Group-এবং এর ব্যবসা আজ সর্বজনবিদিত৷ স্টিল, ইনফ্রাস্ট্রাকচার, সিমেন্ট, পেইন্ট সেক্টর এমনই বিভিন্ন ব্যবসা রয়েছে এই সংস্থার৷