Amit Shah attack Satyapal Malik: পুলওয়ামা নিয়ে কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালকে নিশানা‌ শাহর

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah )সত্যপালকে নিশানা করলেন। শাহর প্রশ্ন, “এসব যদি সত্যিই হবে, তাহলে যতদিন কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, ততদিন বলেননি কেন?”

Amit Shah visiting Satyapal Memorial Hospital in Kolkata after the attack

পুলওয়ামা কাণ্ড নিয়ে মুখ খুলতেই জম্মু ও (Satyapal Malik) কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মোদি সরকারের ‘টার্গেট’ হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাঁকে সমন পাঠিয়েছে সিবিআই। তাঁর বাড়িতে হানা দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার তাঁকে দিল্লির একটি থানাতেও দেখা গিয়েছে।
এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah )সত্যপালকে নিশানা করলেন। শাহর প্রশ্ন, “এসব যদি সত্যিই হবে, তাহলে যতদিন কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, ততদিন বলেননি কেন?”

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। ‌পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার স্মৃতি।

এই ঘটনার সময় কাশ্মীরের রাজ্যপাল ছিলেন মালিক (Satyapal Malik)। সত্যপাল সাক্ষাৎকারে বলেছেন, “পুলওয়ামার সেই ঘটনার জন্য পদে পদে সরকারের ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অপরিপক্কতা দায়ী।”

কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের দাবি,”পুলওয়ামার হামলার আগে জওয়ানদের আকাশপথে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিল সিআরপিএফ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুমতি দেয়নি।শুধু তাই নয়, যে রাস্তায় জওয়ানরা যাচ্ছিলেন, সেই রাস্তার নিরাপত্তাও সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। সবটাই হয়েছে দায়িত্বজ্ঞানহীনতার জন্য।”

সরাসরি অমিত শাহর মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সত্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, “ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনার বিবেকজাগ্রত হল কেন? এইসব মন্তব্যের বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষেরই দেখা উচিত। এসব জনসমক্ষে আলোচনা করার বিষয় নয়।

আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বিজেপি সরকার এমন কিছুই করেনি। যেটা লুকানোর দরকার পড়বে। কেউ যদি ব্যক্তিগত স্বার্থে এসব মন্তব্য করে থাকেন, তাহলে সেটা মানুষের ভেবে দেখা উচিত।”