প্রার্থীপদ না পেয়ে বিজেপি থেকে পদত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের ছেলে

গোয়া বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি (BJP) ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের পুত্র উৎপল পরিকর। আসন্ন নির্বাচনে পানজি বিধানসভা কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে…

গোয়া বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি (BJP) ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিকরের পুত্র উৎপল পরিকর। আসন্ন নির্বাচনে পানজি বিধানসভা কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার কথা ঘোষণা করেন তিনি।

বিগত কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে তাঁর সমীকরণ সহজ পথে চলছিল না। এই কারণেই দলের প্রতি ক্ষোভ উগড়ে আলাদা ভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন উৎপল। তিনি বলেন, ‘গত দু দশক ধরে পানজি কেন্দ্রের সাধারণ মানুষের সেবা করেছেন মনোহর পরিকর। সেই সূত্রে তাঁর সাথেও এখানকার মানুষের সম্পর্ক গভীর হয়ে উঠেছে। নির্বাচনে লড়তে প্রস্তুত একথা বিজেপিকে জানানোর পরেও প্রার্থী হিসেবে মনোনীত করেনি।’ বিধানসভা নির্বাচনে টিকিট না মেলায় দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে তাঁর বাগযুদ্ধ চলছিল। মনোহর পুত্রকে টিকিট না দেওয়ার কারণ হিসেবে ফড়নবীশ জানিয়েছিলেন, ‘প্রার্থী হতে গেলে যোগ্যতা লাগে। বিধায়ক বার মুখ্যমন্ত্রীর ছেলে হওয়া কোনও যোগ্যতা নয়।’

উল্লেখ্য, বিজেপির ৩৪ জন প্রার্থী তালিকায় তাঁদেরই বেশী গুরুত্ব দেওয়া হয়েছে যারা ২০১৭ সালের পর দলে যোগদান করেছিলেন। কয়েকজন বরিষ্ঠ নেতাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।