লোকসভা ভোটের আগে এবার অস্বস্তি বাড়ল বিজেপি (BJP)-র। আজ রবিবার ওড়িশার ভুবনেশ্বরে বিজেডিতে যোগ দিলেন নীলাগিরির বিধায়ক তথা প্রাক্তন বিজেপি নেতা সুকান্ত নায়েক (Sukanta Nayak)।
চিরঞ্জীব বিসওয়ালের পর ওড়িশায় বিজেপি ছেড়ে বিজু জনতা দলে (বিজেডি) যোগ দিলেন নীলাগিরির বিধায়ক সুকান্ত কুমার নায়েক।ভুবনেশ্বরের শঙ্খ ভবনে এক অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক নিয়ে বিজেডিতে ফেরেন চিরঞ্জীব বিসওয়াল। এর কয়েক ঘণ্টা পরেই শঙ্খ ভবনে বরিষ্ঠ নেতা তথা বালেশ্বর পর্যবেক্ষক প্রতাপ দেব, সস্মিত পাত্র প্রমুখের উপস্থিতিতে নীলাগিরির বিজেপি বিধায়ক সুকান্ত নায়েকও তাঁর অনুগামীদের নিয়ে বিজেডি পার্টিতে যোগ দেন।
এর আগে সুকান্ত নায়েক বিজু জনতা দলের সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে নীলগিরি থেকে বিজু জনতা দলের বিধায়ক হিসাবে জিতেছিলেন তবে পরে ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। তবে দু’দিন আগেই বিজেপি থেকে ইস্তফা দিয়ে ফের বিজেডিতে ফিরে আসেন তিনি।
#WATCH | Bhubaneswar, Odisha: Nilagiri MLA & former BJP leader Sukanta Nayak joins BJD. pic.twitter.com/hCxH3kSwZg
— ANI (@ANI) March 31, 2024

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
