দাদাজি ধামে পৌঁছালেন বিদেশিনী

গুরু পূর্ণিমার আগে এবার ভক্তরা শ্রী দাদাজি ধামে আসতে শুরু করেছেন। শুক্রবার, এক বিদেশী মহিলাও দর্শনের জন্য দাদাজি ধামে এসেছেন বলে খবর। দাদাজি ধাম দেখার…

গুরু পূর্ণিমার আগে এবার ভক্তরা শ্রী দাদাজি ধামে আসতে শুরু করেছেন। শুক্রবার, এক বিদেশী মহিলাও দর্শনের জন্য দাদাজি ধামে এসেছেন বলে খবর। দাদাজি ধাম দেখার পাশাপাশি ওই মহিলা এখানে ধুনিমাই-এর দেওয়ালে আঁকা ছবি তৈরি হতে দেখে শিল্পী বৈজনাথ সরাফের কাছ থেকে তথ্য নেন।

শুক্রবার জার্মানি বাসিন্দা আন্তোনিয়াও পৌঁছে গিয়েছে দাদাজি ধামে। খান্ডওয়ার বাসিন্দা আকাশ চতুর্বেদীকে নিয়ে এখানে এসেছিলেন আন্তোনিয়া। দাদাজি ধাম পরিদর্শনের পর তিনি বলেন, এখানে এসে আমার দারুণ অভিজ্ঞতা হচ্ছে। বাইজনাথ সরাফ, আকৃতি আত্রে, দিব্যার পাশে বসে ধুনিমাই-এর দেওয়ালে ছবি এঁকেছেন, অ্যান্টোনিয়া অনেকক্ষণ তাঁর দিকে তাকিয়ে রইলেন। বৈজনাথ সরাফ জানান, তিনি তাঁ শিষ্যদের সঙ্গে নিয়ে গত ১০ বছর ধরে ধুনি মাই-এর দেওয়ালে ছবি আঁকছেন। শুক্রবার সর্বোদয় কলোনির সর্বশক্তি মহিলা মণ্ডল নিশান যাত্রা বের করেন। দাদাজির নাম জপ করে মহিলারা ধামে পৌঁছলেন।

প্রতিমা অরোরা, গায়ত্রী চৌহান, রেখা সিকারওয়ার, প্রীতি শর্মা, নির্মলা পান্ডে, রঞ্জনা গাধে, সরোজ বাথাম, শান্তি সিকলিগার, মালতী শ্রীমালি, সুধা দেশওয়ালি, নির্মলা পাল, মমতা রাঠোর, রাধা ঠাকুর, মঞ্জুলা পানওয়ার, শৈলবালা গাংরাদে, সঞ্জনা গুপ্তা, সৌদামিনি নেগি এবং অন্যান্য মন্ডল সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই সঙ্গে মহারাষ্ট্রের ভারুড় ও নাগপুর থেকে ১৮ জন ভক্তের একটি দলও এই ট্রেল নিয়ে হাজির হয়। ভাউ, যিনি এই দলের অংশ, ২২ বছর ধরে ধারাবাহিকভাবে আসছেন। তাঁকে সঙ্গে নিয়ে নাগপুরের ভক্তরা প্রথমবার পায়ে হেঁটে খান্ডওয়ায় পৌঁছন। দলটি গুরু পূর্ণিমার একদিন আগে দাদাজি মহারাজকে এই চিহ্নটি প্রদান করবে।