Budget : দেশীয় পোশাকে নির্মলার হাই-টেক বাজেট

বাজেটে (Budget) জোর দেওয়া ডিজিটাল ইন্ডিয়া প্রোজেক্টের ওপর। সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেও বাজেট পড়লেন ট্যাবের স্ক্রিন দেখে। হ্যান্ডলুমের শাড়ি পরে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী। সিল্কের…

Budget

বাজেটে (Budget) জোর দেওয়া ডিজিটাল ইন্ডিয়া প্রোজেক্টের ওপর। সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজেও বাজেট পড়লেন ট্যাবের স্ক্রিন দেখে।

হ্যান্ডলুমের শাড়ি পরে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী। সিল্কের শাড়ি। তাতে প্রান্তিক হস্তশিল্পের কারুকার্যের ছোঁয়া। হাতে ট্যাব। স্বদেশীর সঙ্গে টেকনোলজির মিশেল৷ নির্মলা বাজেটেও রয়েছে এই দুইয়ের মেলবন্ধনের ইঙ্গিত।

ডিজিটাল প্রযুক্তিতে জোর দেওয়ার জন্য নির্মলা সীতারমনের বাজেটে রয়েছে-

১) ডিজিটাল রুপি আনবে রিজার্ভ ব্যাংক

আগামী দিনে ডিজিটাল রুপি আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বাজেট পাঠের সময় জানিয়েছেন নির্মলা সীতারমন। ২০২২-২৩ আর্থিক বর্ষে ডিজিটাল রুপি আসতে চলেছে বাজারে

২) ডিজিটাল কারেন্সি

ডিজিটাল কারেন্সির জন্য রাজ্যগুলোকেও পাশে দাঁড়ানো আহ্বান করলেন নির্মলা। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে চালু করা হবে অনলাইন-অর্থের ব্যবস্থা। ডিডিটাল কারেন্সির জন্য বিশেষ প্রযুক্তি, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ডিজিটাল কারেন্সি, ব্লক চেন প্রযুক্তি ইত্যাদির প্রস্তুতের দায়িত্ব আরবিআই।

৩) গ্রামে গ্রামে ইন্টারনেট

দেশের প্রত্যন্ত অঞ্চলেও নেট পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি বাজেটে। গ্রামে গ্রামে চালু করা হনে ইন্টারনেট পরিষেবা। জেলাস্তরে মোট ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের প্রস্তাব।

৪) পোস্ট অফিসেও অনলাইন ব্যবস্থা

আগামী দিনে পোস্ট অফিসেও ডিজিটাল সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। অনলাইন ব্যাঙ্কিং, এটিএম পরিষেবা মতো সুবিধা ২০২৩-এর মধ্যে চালু করার ব্যাপারে আশ্বাস।

৫) ই-পাসপোর্ট

পরিষেবায় গতি আনতে অনলাইনে আস্থা কেন্দ্রের। আনা হচ্ছে অনলাইনে পাসপোর্ট পরিষেবা।

৬) ই-অস্ত্র

প্রতিরক্ষাতেও অনলাইনে গুরুত্ব। ই-অস্ত্রের কথা শোনা গিয়েছে অর্থমন্ত্রীর বাজেটে।

৭) ৫জি পরিষেবা

দেশের প্রতিটি কোণায় নেট পরিষেবা প্রদানের জন্য প্রয়োজন উন্নত নেট। তাই ৫জি পরিষেবার ওপর জোর দেওয়া হয়েছে বাজেটে। সমস্ত গ্রামে ই রিসোর্স পৌঁছে দিতে অপটিকাল ফাইবার নেটওয়ার্কের বরাদ দেওয়া হবে পিপিপি মডেলে।

৮) ব্যবসায়ীদের জন্য অনলাইন পোর্টাল

আনা হবে অনলাইন পোর্টাল। একটি ফর্মেই যাবতীয় সমস্যা মেটানোর চেষ্টায় কেন্দ্রীয় সরকার।

৯) টিভি চ্যানেলে লেখাপড়া

লেখাপড়ার জন্য আনা হচ্ছে একটি টেলিভিশন চ্যানেল। অনলাইন পড়াশোনায় জোর দেওয়ার প্রস্তাব বাজেটে।

১০) অনলাইনে জমির রেকর্ড

জমি সংক্রান্ত তথ্য অনলাইন মাধ্যমে দাখিল করার প্রস্তাব।

১১) ট্রেনিং

অনলাইনে দক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের দেওয়া হবে বিশেষ ট্রেনিং।