আবারও বিপর্যয়ের কালো মেঘ অমরনাথ যাত্রায় (Amarnath yatra)। জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার প্রবল বৃষ্টিতে অমরনাথ গুহার কাছে ফের বন্যা দেখা দিয়েছে। গুহার চারপাশের পাহাড়ে বৃষ্টির কারণে আজ বিকেল ৩টে থেকে একাধিক এলাকা জলের তলায় গিয়েছে।
তবে এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি তীর্থযাত্রীকে নিরাপদ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। উল্লেখ্য, চলতি বছরেই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয় অমরনাথে। প্রাণ হারান ১৫ জন। এখনও অবধি নিখোঁজ রয়েছেন একাধিক মানুষ।
সেইসময়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে নিরাপত্তা বাহিনীর বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারগুলি পরিষেবায় লেগে পড়ে। ৪৩ দিনব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা ৩০ জুন দুটি প্রধান রুট (দক্ষিণ কাশ্মীরের ৪৮ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নুনওয়ান-পহেলগাম রুট এবং মধ্য কাশ্মীরের গান্ডেরবালের ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট) থেকে শুরু হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত ২.৩০ লক্ষেরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহায় বাবা বারওয়ানি পরিদর্শন করেছেন।