Meghalaya: অবশেষে কংগ্রেস শূন্য মেঘালয়, TMC ঝাঁপাচ্ছে তাদের ধরতে

টিএমসিতে একডজন ঢুকে যাওয়ার পর বাকি ছিল পাঁচ! সেই পাঁচ কংগ্রেসের মাথা একযোগে সরকারপক্ষে ঢুকতে চলেছেন। আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দল ছাড়বেন কিনা তা এখনও খোলসা…

টিএমসিতে একডজন ঢুকে যাওয়ার পর বাকি ছিল পাঁচ! সেই পাঁচ কংগ্রেসের মাথা একযোগে সরকারপক্ষে ঢুকতে চলেছেন। আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দল ছাড়বেন কিনা তা এখনও খোলসা করেননি এরা। তবে মেঘালয় বিধানসভায় শূন্য হয়েই গেল রাহুল প্রিয়াঙ্কার হাত।

মেঘালয়ে ৫ কংগ্রেস বিধায়ক এমডিএ বা মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই জোট মোদী শাহ নেতৃত্বের এনডিএ অংশীদার। মেঘালয়ে জোটের মূল দল এনপিপি।

   

পাঁচ কংগ্রেস বিধায়ক মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে এক চিঠিতে কংগ্রেসের ৫ বিধায়ক লিখেছেন, “আমরা আপনাকে এবং মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স (MDA) সরকারকে সমর্থন করতে চাই। সরকারের হাতকে আরও শক্ত করতে চাই। মানুষের স্বার্থে আমাদের দলে যোগদান করার আহ্বান জানাচ্ছি।’

কংগ্রেস ছেড়ে গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পাশ্চিবঙ্গের বাইরে একমাত্র মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির শক্তিশালী হয়। টিএমসি এখন এ রাজ্যের বিরোধী দল।

মেঘালয়ে কংগ্রেসের শেষের কবিতা লিখেছেন মমতা। এবার সেই কবিতার শেষ পর্বটুকু লিখে দিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (NEDA) আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মা কলকাঠি নেড়ে চলেছেন।

বিরোধী দল টিএমসির তরফে এই পাঁচ বিধায়ককে টেনে আনতে আদা জল খেয়ে পড়েছেন মুকুল সাংমা। সূত্রের আরও খবর, তৃণমূল কংগ্রেস এখনও হাল ছেড়ে দেয়নি। পাঁচ বিধায়ককে তাদের দিকে টানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশ চলে এসেছে শিলংয়ে।