
সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেস ট্রেনে আগুন। ঘটনাটি ওড়িশার বহরমপুর স্টেশনে ঘটেছে।
জানা যাচ্ছে, মঙ্গলবার ট্রেনের যাত্রীরা কোচের ভিতর এয়ার কনডিশন থেকে ধোঁয়া উঠতে দেখলে সঙ্গে সঙ্গে রেলের আধিকারিকদের খবর দেন। তৎক্ষনাত সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেস ওড়িশার বহরমপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়।
দ্রুততার সঙ্গে সেই ধোঁয়া নিয়ন্ত্রণ করা হয়। ঘটনার পরে আতঙ্কিত যাত্রীরা ওই কোচে যাত্রা করতে রাজি হয়নি। কোচের বদলের দাবি জানান তারা।
কিছু যাত্রীর বি-৫ কোচে ধোঁয়া নজরে পড়ে। সাথে সাথেই সতর্ক করেন তারা। এরপরই আতঙ্কিত যাত্রীরে স্টেশনে নামা পড়েন প্রাণের ভয়ে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










