Wrong Number: বারবার রং নম্বর থেকে ফোন আসছে! কি করবেন দেখে নিন

বর্তমানে সমস্ত কিছুই অনলাইনে নির্ভর। এক কথায় বলা চলে বিংশ শতাব্দীর প্রযুক্তির অন্যতম আবিষ্কার হল এই অনলাইন মাধ্যম। যার সাহায্যে আমরা পড়াশোনা থেকে শুরু করে…

বর্তমানে সমস্ত কিছুই অনলাইনে নির্ভর। এক কথায় বলা চলে বিংশ শতাব্দীর প্রযুক্তির অন্যতম আবিষ্কার হল এই অনলাইন মাধ্যম। যার সাহায্যে আমরা পড়াশোনা থেকে শুরু করে বাড়ি বসে বিভিন্ন কাজ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি। শুধু তাই নয়, বাড়ি বসে যে কোনো সামগ্রী অর্ডার করতে পারি অনলাইনের মাধ্যমে।

পাশাপাশি বর্তমানে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অনলাইন লেনদেনের সুযোগ সুবিধা আমাদের দিয়েছে। যার সাহায্যে ছোট দোকান থেকে শুরু করে বড় বড় শপিংমল সব জায়গাতেই খুব সহজে অনলাইন লেনদেন করা সম্ভব হয়। তবে প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে অনলাইন জালিয়াতির মত গুরুতর সমস্যা। যার ফলে সারা জীবনের কষ্ট করে অর্জিত অর্থ মুহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে।

   

সাম্প্রতিক সময়ে, স্মার্টফোনের মাধ্যমে প্রতারকরা একের পর এক জালিয়াতি চক্র চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বর্তমানে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কল করেও বিভিন্ন ধরনের জালিয়াতি চক্র চালাচ্ছে তারা। সেই কারণে সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে সঞ্চার সাথী প্রকল্প। যার মাধ্যমে আপনার সাথে যদি কোন রকম প্রতারণা হয় তাহলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং কিছুদিনের মধ্যেই আপনার সঞ্চিত অর্থ ফিরিয়ে দেয়া হবে প্রতারকদের ধরে।

অন্যদিকে বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন, যে কোন ধরনের আননোন নাম্বার যদি আপনার ফোনে আসে তাহলে সবার আগে সেটিকে ব্লক করতে হবে। একই সাথে স্মার্টফোনে না মেয়ে নিতে হবে truecaller এর মত অ্যাপ। যার মাধ্যমে খুব সহজেই ধরা পড়বে স্ক্যাম কল।