Andhra Pradesh: রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বাড়ছে মৃত্যু সংখ্যা

রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মর্মান্তিক মৃত্যু হল ৬ জন শ্রমিকের। আহত হলেন একাধিক কর্মী। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা…

রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মর্মান্তিক মৃত্যু হল ৬ জন শ্রমিকের। আহত হলেন একাধিক কর্মী। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন লেগে এখনও অবধি ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন।

Advertisements

ঘটনার বিষয়ে এলুরুর পুলিশ সুপার (এসপি) রাহুল দেব শর্মা জানিয়েছেন, আক্কিরেডডিগুডেম এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানায় নাইট্রিক অ্যাসিড ও মনোমেথিল ফুটো হয়ে আগুন লাগে। শর্মা জানিয়েছেন যে আহতদের উদ্ধার করে বিজয়ওয়াড়ার একটি সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে পলিমার বিদ্যুৎ উৎপাদনকারী ওই প্ল্যান্টের চুল্লিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

এই ঘটনায় শোক প্রকাশ করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেইসঙ্গে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনও এলুরুতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার তিরুমালার বনাঞ্চলে একটি ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, যা অত্যন্ত তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফরেস্ট রেঞ্জ অফিসার।