Rohit Sharma : দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন রোহিত

কেরিয়ারে আরও এক মাইল ফলক স্পর্শ করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন কুড়ি-বিশের (T20)…

কেরিয়ারে আরও এক মাইল ফলক স্পর্শ করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন কুড়ি-বিশের (T20) ক্রিকেটে সম্পন্ন করেছেন ১০ হাজার রান।

টি২০ ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে দশ হাজার রান করেছেন রোহিত। এর আগে বিরাট কোহলি (১০ হাজার ৩৭৯ রান) এই নজির গড়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড দখল করেছেন মুম্বাই অধিনায়ক।

   

দশ হাজার রান থেকে মাত্র পঁচিশ রানের ব্যবধানে ছিলেন রোহিত। পাঞ্জাবের বিরুদ্ধে অনায়াসেই সেই লক্ষ্য পূরণ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাদার বলে ছয় মেয়ে অতিক্রম করেছিলেন অতিকায় রানের পরিসংখ্যান (১০০০৩ রান)।

টি২০ ক্রিকেটে সবথেকে বেশি রান করার তালিকায় সবার আগে রয়েছেন ক্রিস গেইল ( ১৪ হাজার ৫৬২ রান)। দ্বিতীয় স্থানে শোয়েব মালিক (১১ হাজার ৬৯৮ রান। এবং তৃতীয় স্থানে অ্যারন ফিঞ্চ ( ১০ হাজার ৪৯৯ রান)।