AFC Cup : ঢাকা আবাহনীর এই ভুলের সুযোগ নিতে পারে এটিকে মোহন বাগান

শ্রীলঙ্কার ব্লু স্টারের পর বাংলাদেশের ঢাকা আবাহনী। এএফসি কাপ (AFC Cup) অভিযানে এটিকে মোহন (ATK Mohun Bagan) সামনে দ্বিতীয় হার্ডল। কোচ হুয়ান ফেরান্ডোর মতে ‘ফাইনাল’…

শ্রীলঙ্কার ব্লু স্টারের পর বাংলাদেশের ঢাকা আবাহনী। এএফসি কাপ (AFC Cup) অভিযানে এটিকে মোহন (ATK Mohun Bagan) সামনে দ্বিতীয় হার্ডল। কোচ হুয়ান ফেরান্ডোর মতে ‘ফাইনাল’ ম্যাচ। ১৯ এপ্রিল প্রতিপক্ষের ভুলকে কাজে লাগাতে চাইবে সবুজ মেরুন ব্রিগেড।

কাপ অভিযানের ম্যাচে ওয়াক ওভার পেয়ে গিয়েছিলেন ঢাকা আবাহনী। ফলত ঘাম না ঝরিয়েই তারা নামবে এটিকে মোহন বাগানের সমানে। বাংলাদেশের অন্যতম হেভিওয়েট দল। রয়েছে নামকরা একাধিক ফুটবলার। তবুও খেলায় রয়েছে কিছু ফাঁক-ফোকর। বিশেষত রক্ষণভাগে।

   

আবাহনীর খেলায় ডিফেন্সে মাঝেমধ্যে কিছু ভুল ত্রুটি চোখে পড়ে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস তাদের রক্ষণের ত্রুটিকে কাজে লাগিয়েছিল সম্প্রতি। নিজেদের গোলের সামনে উল্টো দিকের দলকে অনেকটা জায়গা দিয়ে ফেলে আবাহনী। মার্কিংয়ের ক্ষেত্রে দেখা যায় শ্লথতা। ম্যান মার্কিং কিংবা জোনাল মার্কিং, যে পরিকল্পনা নিয়েই ঢাকার দলটি মাঠে নামুক না কেন, ডিফেন্স আলগা হয়ে যায় মাঝেমধ্যে। গোল করার সুযোগ পেয়ে যায় বিপক্ষ।

এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডো নিশ্চই এই বিষয়টিতে নজর দিয়েছেন। বাগানে কিয়ান নাসিরি, লিস্টন কোলাসোর মতো তরুণ, গতিময় ফুটবলার রয়েছেন। উইং বরাবর রয়েছে প্রবীর দাস, প্রীতম কোটালরা। আক্রমণে শক্তি বাড়ানোর জন্য ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস। গতি এবং স্কিলের মিশেলে আবাহনীর রক্ষণের শূন্যস্থান পূরণ করার চেষ্টা চালাতে পারে এটিকে মোহন বাগান।