অধিকৃত কাশ্মীর দখল করতে গেলে ভারতকে কড়া জবাব পেতে হবে। আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জম্ম ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। তাঁর কথায়, ‘পাকিস্তান চুড়ি পরে বসে নেই। ওদের কাছে পরমাণু বোমা আছে। আমাদের উপরে ফেলবে।’
চলতি মাসের শুরুতে বাংলায় এসে অধিকৃত কাশ্মীর নিয়ে সুর চড়ান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দার্জিলিঙে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ভারতের উন্নয়ন দেখে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি করবেন।’
এনিয়েই রবিবার মুখ খুলেছেন ফারুক আবদুল্লা। তিনি বলেছেন, ‘প্রতিরক্ষামন্ত্রী গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের দখল নিক। কে বারণ করেছে? কিন্তু মনে রাখতে হবে, পাকিস্তান চুড়ি পরে বসে নেই। তাদের কাছেও পরমাণু বোমা রয়েছে। সেটা আমাদের উপর ফেলতে পারে।’
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে রাজনাথ সিং বলেন, ‘আমরা জের করে অধিকৃত কাশ্মীর দখল করব না। ওখানকার বাসিন্দারাই ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবেন। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।’ একই সঙ্গে তিনি আরও বলেছেন, ‘ভারতের ক্ষমতা বাড়ছে। বিশ্বে ভারতের সম্মান বাড়ছে। অর্থনীতি দ্রুত এগোচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরের ভাইবোনরা নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি করবেন।’ এ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনই ভারতের বাইরে ছিল না।