Farmers’ Movement: মৃত কৃষকদের সাহায্যের প্রশ্নই ওঠে না, বললেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন (Farmers’ Movement:) করছেন কৃষকরা। আন্দোলন করতে গিয়ে ৭০০ কৃষকের…

Narendra Singh Tomar

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন (Farmers’ Movement:) করছেন কৃষকরা। আন্দোলন করতে গিয়ে ৭০০ কৃষকের (farmer) মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে মৃত কৃষকদের পরিবারকে সাহায্যের দাবি জানানো হয়েছে।

কিন্তু বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) স্পষ্ট জানিয়ে দিলেন, মৃত কৃষকদের আর্থিক সাহায্য করার কোনও প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, কৃষি মন্ত্রী আরও বলেন, আন্দোলন করতে গিয়ে একজন কৃষকেরও মৃত্যু (farmers death) হয়েছে এমন কোনও তথ্য সরকারের কাছে নেই। অর্থাৎ এই বক্তব্যের মাধ্যমে মন্ত্রী তথা নরেন্দ্র মোদী সরকার (narendra modi government ) আন্দোলনরত কৃষকদের মৃত্যুর কথা পুরোপুরি উড়িয়ে দিলেন।

বুধবার অধিবেশন শুরু হলে বিভিন্ন বিরোধীদল একযোগে সরকারের কাছে জানতে চায়, গত এক বছরে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কতজন কৃষকের মৃত্যু হয়েছে? কৃষকদের পরিবারকে কেন্দ্র আর্থিক সাহায্য দেবে কিনা? ওই প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী স্পষ্ট বলেন, আন্দোলন করতে গিয়ে কৃষকদের মৃত্যু হয়েছে এমন কোনও তথ্য সরকারের কাছে নেই। তাই মৃতদের সাহায্য দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। যথারীতি কৃষিমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন বিরোধী দলের সাংসদরা। সব বিরোধী দলই এদিন কৃষিমন্ত্রীর জবাবের কড়া সমালোচনা করেছেন।

তাঁরা বলেছেন, গত এক বছরে মোদী সরকারের তিন কালা কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ৭০০-রও বেশি কৃষকের মৃত্যু হয়েছে। গোটা দেশ এই মৃত্যুর খবর জানে। কিন্তু মোদী সরকার শুধু জানে না। এটা মোদী সরকারের চরম ব্যর্থতা। তবে সরকার জানতেন না পারলে এবার জেনে নেওয়ার চেষ্টা করুক। প্রশাসনের কাছে খোঁজ করলে অবশ্যই সেটা তারা জানতেও পারবে। মৃতের পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্য এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিশ্চিত করতে হবে মোদী সরকারকে।

উল্লেখ্য, এর আগে বিজেপি’র বিক্ষুব্ধ সাংসদ বরুণ গান্ধীও মৃত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি জানিয়েছিলেন। বরুণ বলেছিলেন, কৃষি আইন যদি আগেই প্রত্যাহার করা হতো তাহলে ৭০০ জন কৃষকের প্রাণ অকালে যেত না। বরুণ মৃত কৃষকদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিলেন। একইসঙ্গে বরুণ দাবি করেছিলেন, আন্দোলনরত বহু কৃষকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলাও মোদী সরকারকে প্রত্যাহার করে নিতে হবে। তবে বরুণের ওই সমস্ত দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি কেন্দ্রের তরফে।