শীতকালীন অধিবেশনের (Parliament winter session) সময় নিজেদের ৫ দফা দাবি নিয়ে ফের রাজপথে নামলেন দেশের কৃষকরা (Farmer protest)। এই দাবিগুলোকে কেন্দ্র করে দিল্লি (Delhi) ঘেরাওয়ের পরিকল্পনা করেছে একাধিক কৃষক সংগঠন। ফলে রাজধানী এবং সংলগ্ন এলাকাগুলোতে চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কৃষকদের (Farmer protest) এই আন্দোলন ঠেকাতে উত্তরপ্রদেশের নয়ডায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।
৩২ দিন পর গুণমান সূচক নামল ৩০০-র নীচে, দিল্লির বাতাসে খুশির হাওয়া
কৃষকদের দাবি, কেন্দ্র সরকার যেন দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আইনি সুরক্ষা চাইছেন তারা। ঋণের বোঝা থেকে মুক্তি চেয়ে কৃষকরা সরকারের হস্তক্ষেপ দাবি করছেন। কৃষকদের বিদ্যুৎ বিল নিয়ে আনা নতুন প্রস্তাবিত আইনের বিরোধিতা করছেন তারা। সরকারি খাদ্য প্রকল্পে কৃষকদের সরাসরি অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। গত কৃষক আন্দোলনে যে মামলাগুলো দায়ের হয়েছিল, সেগুলো তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দেশের বিভিন্ন অংশ থেকে হাজার হাজার কৃষক দলে দলে দিল্লির দিকে এগিয়ে চলেছেন। তাদের লক্ষ্য সংসদ ভবনের আশপাশে অবস্থান নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা। তবে দিল্লিতে ঢোকার মূল রাস্তাগুলো আগে থেকেই বন্ধ করে রেখেছে পুলিশ। নয়ডার বিভিন্ন পয়েন্টে পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে।
একাধিক শহরকে ছাপিয়ে নেচার ইনডেক্সের তালিকায় সেরা কলকাতা
কৃষকদের এই আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে নয়ডায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জলকামান ও টিয়ার গ্যাস প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। নয়ডা থেকে দিল্লি যাওয়ার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়িগুলোকে ঘুরপথে চালানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষকেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সুপরিকল্পিত সংখ্যালঘু নির্যাতন চলছে, প্রাণ বাঁচাতে মোদীর হস্তক্ষেপ চায় বাংলাদেশি হিন্দুরা
কৃষক নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। এক কৃষক নেতা বলেন, “আমরা বারবার সরকারকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের কথা শুনছে না। আমাদের দাবি ন্যায্য এবং কৃষক সমাজের ভবিষ্যৎ বাঁচানোর জন্যই এই লড়াই।”
সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রশাসনের সূত্রে জানা গেছে, আন্দোলন যাতে কোনোভাবেই আইন-শৃঙ্খলার অবনতি না ঘটায়, সেদিকে নজর দেওয়া হচ্ছে।
Farmer Protest: During the Parliament’s winter session, farmers across the country have once again taken to the streets, demanding the fulfillment of their five-point charter of demands. Several farmer organizations have planned a “Delhi siege” to pressurize the government, leading to heightened tensions in the capital and surrounding areas. In response, the police in Noida, Uttar Pradesh, have implemented strict security measures to prevent the protesters from advancing towards Delhi. Key routes connecting Uttar Pradesh to the national capital have been blocked, with vehicles being diverted through alternative paths. https://ekolkata24.com/