Farmer Protest: ফের একবার রাজধানীর রাজপথে কৃষক মহল

ফের একবার ‘দিল্লি চলো’ স্লোগান নিয়ে ৬ মার্চ আন্দোলনে সামিল হয়েছে সমগ্র কৃষকরা (Farmer Protest)। দাবি আদায়ে আন্দোলনরত কৃষকরা ৬ মার্চ দিল্লিতে মিছিল করার ঘোষণা…

ফের একবার ‘দিল্লি চলো’ স্লোগান নিয়ে ৬ মার্চ আন্দোলনে সামিল হয়েছে সমগ্র কৃষকরা (Farmer Protest)। দাবি আদায়ে আন্দোলনরত কৃষকরা ৬ মার্চ দিল্লিতে মিছিল করার ঘোষণা করেছেন। আজ বুধবার রাজস্থান, মধ্যপ্রদেশ এবং বিহার সহ সারা দেশের অনেক রাজ্যের কৃষকরা দিল্লি পৌঁছবেন আন্দোলনে সামিল হতে।রবিবার ৩ মার্চ কিষান মোর্চা এবং সম্মিলিত অ রাজনৈতিক কৃষক মোর্চা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এমন দুই সংস্থা সহ বুধবার ৬ মার্চ একত্রে দিল্লিতে পৌঁছানোর আহ্বান জানান।

ডিসিপি রাজীব কুমার জানিয়েছেন, ‘কৃষকরা আজ থেকে দিল্লির দিকে যাত্রা শুরু করতে পারেন সেই কারনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যানবাহন চলাচল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে’।এই আন্দোলনের জন্য দিল্লি পুলিশ টিকরি, সিংগু এবং গাজিপুর সীমান্তে, রেল ও মেট্রো স্টেশন এবং বাস স্ট্যান্ডে করা নিরাপত্তার ব্যাবস্থা করেছে। ইউনাইটেড কিষাণ মোর্চা, বিকেইউ উগ্রাহন, ক্রান্তিকারি কিষাণ ইউনিয়ন এবং বিকেইউ ডাকাউন্ড-র প্রধান দলগুলি ৫ মার্চ মঙ্গলবার পাটিয়ালার পুড্ডা মাঠে একটি বিশাল সমাবেশ করেছে। এই উপলক্ষে কৃষকরা বিপুল সংখ্যক জড়ো হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং সমস্ত দাবি পূরণের আবেদন জানায়। দাবি না মানলে আন্দোলন আরও দীর্ঘ এবং কঠোর হবে এই হুঁশিয়ারি দেয় আন্দোলনকারি কৃষক মহল।