নরক অপেক্ষা করছে, নেতার বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করে গ্রেফতার হলেন মারাঠি অভিনেত্রী কেতকি চিটালে। জানা গিয়েছে, থানে পুলিশ শনিবার মারাঠি অভিনেতা কেতকি চিটালেকে গ্রেফতার…

নরক অপেক্ষা করছে, নেতার বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করে গ্রেফতার হলেন মারাঠি অভিনেত্রী কেতকি চিটালে। জানা গিয়েছে, থানে পুলিশ শনিবার মারাঠি অভিনেতা কেতকি চিটালেকে গ্রেফতার করেছে। অভিনেত্রীর বিরুদ্ধে এনসিপি সভাপতি শরদ পাওয়ার সম্পর্কে একটি ‘অবমাননাকর’ পোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার মারাঠি ভাষায় যে পোস্টটি তিনি শেয়ার করেছেন, সেটি অন্য কেউ লিখেছেন বলে জানা গেছে। এতে কেবল পওয়ার উপাধি এবং ৮০ বছর বয়সের কথা উল্লেখ করা হয়েছে। এনসিপি সুপ্রিমোর বয়স ৮১ বছর। এই পোস্টটিতে “নরক অপেক্ষা করছে” এবং “আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন”, এরকম ভাষার প্রয়োগ করা ছিল। আরও লেখা ছিল যে শরদ পাওয়ারের দল মহারাষ্ট্রে শিবসেনা এবং কংগ্রেসের সাথে ক্ষমতা ভাগ করে নেয়।

Advertisements

ঘটনার বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, “স্বপ্নিল নেটকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শনিবার থানের কালওয়া পুলিশ স্টেশনে চিটালের বিরুদ্ধে অপরাধটি নথিভুক্ত করা হয়েছিল।”