New Delhi: ‘যুদ্ধ বন্ধ হোক’, রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ ভারতীয়দের

মুহুর্মুহু পড়ছে বোমা। প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশন, বাঙ্কার অথবা কোনও বাড়ির বেসমেন্টে লুকিয়ে রয়েছেন একাধিক ভারতীয় সহ ইউক্রেনের বাসিন্দারাও। আদৌ প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবে তো নিজের দেশে? একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে সকলের। এদিকে ভারতে চিন্তায় চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারগুলি। শনিবার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের পরিবারগুলি দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাসের কাছে বিক্ষোভ দেখাল। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

আত্মীয়দের নিরাপদে ফিরে আসার দাবিতে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের পরিবারের সদস্যরা মধ্য দিল্লিতে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের কাছে একটি বিক্ষোভ প্রদর্শন করে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৫ থেকে ২০ জন শান্তিপথের কাছে এলেও তাঁদের এগোতে দেওয়া হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা বিদেশ মন্ত্রকের দফতরে একটি সমঝোতা স্মারক জমা দেয় এবং পরে এক ঘন্টা পরে শান্তিপূর্ণভাবে এলাকা থেকে ছত্রভঙ্গ হয়ে যায়।

   

বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড ছিল- ‘ইউক্রেনের জন্য আমাদের শান্তি দরকার, কারণ ভারতীয়রাও সেখানে আছে’, ‘ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের বাঁচান’। জানা গিয়েছে, প্রায় ১৬,০০০ ভারতীয়, যাদের বেশিরভাগই ছাত্র, ইউক্রেনে আটকে পড়েছে। খারকিভ ও কিয়েভে ডাক্তারি পড়া পড়ুয়াদের মধ্যে প্রায় ২,৫০০ জন গুজরাটের এবং ২,৩২০ জন কেরালার বাসিন্দা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন