“ভুয়ো প্রচার”! রাহুলের অভিযোগ উড়িয়ে দিলেন অমিত শাহ

নয়াদিল্লি: বৃহস্পতিবার বিহারের জনসভা থেকে ফের রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা…

নয়াদিল্লি: বৃহস্পতিবার বিহারের জনসভা থেকে ফের রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা দেখিয়ে রাহুল গান্ধীর “ভোট-চুরি”-এর বিরুদ্ধে ‘হাইড্রোজেন বোমা’র প্রেক্ষিতে অমিত শাহ বলেন, “মিথ্যা রটনা চাউর করছেন রাহুল গান্ধী”। রোহতাসের জনসভা থেকে শাহ বলেন, “প্রতিবার তিনি এমনটাই করেন। রাহুলের যাত্রার বিষয়বস্তু আদপে ভোট চুরি ছিলই না!” বলে দাবি করেন তিনি।

সেইসঙ্গে কটাক্ষ করে বলেন, বিহারের যাত্রায় “ওনার মিছিলের বিষয় ভালো শিক্ষা, কর্মসংস্থান, বিদ্যুৎ, সড়ক কিছুই ছিল না। বরং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বাঁচানোই ছিল তাঁর মিছিলের মূল উদ্দেশ্য”। রাহুলের ভোটার অধিকার যাত্রাকে “অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা” বলে এদিনও কটাক্ষ করেন অমিত শাহ।

   

উল্লেখ্য, এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একহাত নিয়ে কটাক্ষ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজেপির (BJP) ভোটচুরিতে নির্বাচন কমিশন সাহায্য করছে বলে দাবি করেন তিনি। সেইসঙ্গে ‘হাইড্রোজেন বোমা’ হিসেবে কর্ণাটক, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় কারচুপির তথ্য তুলে ধরেন। রাহুল দাবি করেন, কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের প্রায় ৬০১৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকের বড় পর্দায় তথ্য তুলে ধরেন তিনি।

Advertisements

পাশাপাশি, মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা তুলে ধরে রাহুল দাবি করেন, অনলাইনে সেখানে ৬৮৫০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এইভাবে নির্বাচন কমিশন (Election Commission) ভোটারদের নাম সংযোজন এবং বিয়োজন করে আসছে বলে তোপ দাগেন রাহুল। সরাসরি নাম করে মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, “জ্ঞানেশ কুমারজি ভোট চুরিকে রক্ষা করছেন। এই নিয়ে আর কোনও দ্বিধা নেই”। রাহুলের অভিযোগকে “ভুল ও ভিত্তিহীন” বলে পাল্টা কটাক্ষ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।