Navy : ভারতীয় নৌ-সেনায় রাফায়েলকে কড়া টক্কর দিচ্ছে F-18 Super Hornet

F-18 Super Hornet

রাফায়েল ফাইটার জেটকে কড়া টক্কর দিচ্ছে এফ/এ-১৮ ই/এফ সুপার হর্নেট (F-18 Super Hornet)। ভারতীয় নৌ-বাহিনীর (Navy) প্রয়োজন এক দুর্ধর্ষ বিমান। মিগ (Mig) বিমানের পরিবর্তে যা ব্যবহৃত হবে আগামী দিনে।

সমুদ্র শত্রু পক্ষের বুক কাঁপাতে আগামী দিনে ভারতীয় নৌ-বাহিনীর বাজি আইএনএস বিক্রমাদিত্য। অত্যাধুনিক এই যুদ্ধ জাহাজে রয়েছে এয়ার ক্যারিয়ার। অর্থাৎ, জাহজ থেকেই টেক-অফ করতে পারবে ফাইটার জেট। এতোদিন মিগ-২৯কে বিমানটির রমরমা ছিল নৌ-বাহিনীতে। কিন্তু মিগ বিমানের বয়স হচ্ছে। তাই বদলের প্রয়োজন। মিগ বিমানের পরিবর্তে একটি টুইন-ইঞ্জিন বিমান পেতে আগ্রহী ভারত।

   

বোয়িং-এর এফ/এ-১৮ ই/এফ সুপার হর্নেট এবং ড্যাসল্টের রাফাল-এম। আপাতত এই দুই জেটের কথা মাথায় রয়েছে সেনার। এখনও পর্যন্ত যা খবর তাতে দুই বিমানের মধ্যে উনিশ-বিশের পার্থক্য৷ আইএনএস বিক্রমাদিত্যে কোন বিমান তুলনামূলক বেশি সামঞ্জস্যপূর্ণ সেটাই এখন বিবেচনার বিষয়।

ইতিমধ্যেই গোয়ার আইএনএস হানসার শোর বেসড টেস্ট ফ্যাসিলিটিতে রাফাল যুদ্ধবিমানের উড়ান পরীক্ষা করে দেখেছে নৌ-সেনা। ৪০ হাজার টন ওজনের আইএনএস বিক্রান্তের জন্য কোন বিমানটি সবচেয়ে উপযুক্ত হবে তা নির্ধারণের জন্য ছিল এই পরীক্ষার ব্যবস্থা। ক্যারিয়ারটি ২০২২ সালের আগস্টে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন