ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran israel war) আবহে ক্রমশই উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। গতকাল মঙ্গলবার রাতে ইরজরায়ের ওপর ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় সেই উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ওপর পাল্টা হামলা হানতে ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। এমন পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য সতর্কতা জারি করল বিদেশমন্ত্রক (Ministry of external affairs)। বুধবার ট্যুইট মারফত জানানো হয়েছে, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। ইরানে বসবাসকারী ভারতীয়েরা যেন তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। খুব প্রয়োজন ছাড়া ইরানে কোনও ভারতীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
হাসিনার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে কলকাতায়? ঢাকায় তীব্র আলোড়ন, কী বলছে বাংলাদেশ সরকার
Travel advisory for Indian nationals regarding Iran:https://t.co/FhUhy3fA5k pic.twitter.com/tPFJXl6tQy
— Randhir Jaiswal (@MEAIndia) October 2, 2024
পাশাপাশি বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজন ছাড়া বেশি ঘোরাফেরা না করাই ভাল। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রয়েছে দূতাবাসের। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইজ়রায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
আরজিকরে ‘অভয়া’-র প্রতীকী মূর্তি উন্মোচন, সোশ্যাল মিডিয়ায় খোঁচা কুনালের
শতাধিক ইরানি মিসাইল আছড়ে পড়েছে ইজরায়েলের উপর (Israel Under Attack)। যে কোনও মুহূর্তে পরমাণু শক্তিধর ইরানের উপর হামলা চালাবে ইজরায়েল। মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার সর্বত্র সতর্কতা জারি। কাতার সরকার জারি করল বিমান উড়ানের সতর্কতা।
মহালয়ার সকালে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল, কলকাতায় কত?
গতবছর ইজরায়েলে হামাস হামলার পরেই যুদ্ধ পরিস্থিতির সূচনা হয় মধ্যপ্রাচ্যে। যুদ্ধ ছড়িয়ে পড়ে গাজা থেকে লেবাননে। গত কয়েক মাস আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্টের। তারপর সংগঠনের শীর্ষ নেতা হানিয়াকে ইরানের ভিতর খতম করেছে ইজরায়েল। এরপর হামাসের মিত্র লেবাননের হিজবুল্লাহ সংগঠনকে ধংস করছে ইজরায়েল। খতম হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ। হামাস ও হিজবুল্লাহর মিত্র ইরান এবার হামলা চালাল। জানা যাচ্ছে ইরানের সর্বচ্চো নেতা আলি খামেনেই অত্যন্ত গোপন আশ্রয়ে আছে। এমন পরিস্থিতিতে দুই দেশের সংঘর্ষ মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।