আরজিকরে ‘অভয়া’-র প্রতীকী মূর্তি উন্মোচন, সোশ্যাল মিডিয়ায় খোঁচা কুনালের

মহালয়ার সকালে আর জি কর (R G Kar) মেডিকেল কলেজে (Medical College) বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি।সোশ্যাল মিডিয়ায় খোঁচা কুনালের (Kunal Ghosh)। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি…

Kunal Ghosh On R G Kar

মহালয়ার সকালে আর জি কর (R G Kar) মেডিকেল কলেজে (Medical College) বসল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি।সোশ্যাল মিডিয়ায় খোঁচা কুনালের (Kunal Ghosh)। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে বসানো হয় এই আবক্ষ মূর্তি। উপস্থিত ছিলেন শিল্পী অসিত সাঁই সহ সিনিয়র চিকিৎসকরা। যেখানে গেছে অভয়ার প্রান সেখানেই বসল তার মূর্তি। নির্ভয়ে রাতে কাজ করবে মেয়েরা। এই শপথ নিয়ে মূর্তি তৈরির সিধান্ত নেয় নিহত চিকিৎসকের সহকর্মীরা। হাসপাতালের এই পিজিবি বিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভবন। যেখানে অধ্যক্ষ, এমএসভিপি সহ অন্যান্য আধিকারিকরা বসেন ঠিক সেই ভবনের সামনে বসানো হল এই প্রতীকী মূর্তি।

যদিও আবক্ষ মূর্তির রুপ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। সেখানে দেখা যাচ্ছে একজন নারীর ‘আর্তনাদ’। ঠিক তার নিচে ইংরাজি হরফে লেখা ‘CRY OF THE HOUR’ কিঞ্জল দে, অনিকেত থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা ফুল দেন আবক্ষ মূর্তিতে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, অভয়াকে যাতে কেউ না ভুলে যায়। আগামী প্রজন্ম যেন মনে রাখে একটা মেয়ে ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। স্বপ্ন পূরণ হল। ডাক্তার হল। চেষ্ট মেডিসিন বুকের ব্যাথা নিরাময় করতে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিল। তাঁকেই কর্মক্ষেত্রে মানুষরূপী অবয়বের শিকার হতে হল, সেটাকে মনে রাখতেই অভয়ার মূর্তি গড়ার উদ্যোগ।

   

 

হাসপাতালে আবক্ষ মূর্তি, সোশ্যাল মিডিয়ায় খোঁচা কুনালের। সেই মূর্তি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী বলে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষের। তাঁর কথায়, নিগৃহীতার ছবি, মূর্তি নিয়ে দেশে গাইডলাইন আছে। সেখানে যন্ত্রণাক্লিষ্ট মূর্তি বসানো উচিত নয়। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না। প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন আছে।’