Exit Polls: উত্তরপ্রদেশে ফিরে এলেও ৩০০ পার করছে না বিজেপি

Yogi Adityanath

বিধানসভা ভোট শেষ হওয়ার পর শুরু হয়ে গিয়েছে সমীক্ষা। দেখা যাচ্ছে, ফের বহুমাত্রায় ভোট পেয়ে উত্তরপ্রদেশে ফরছে বিজেপি। তবে আগের বারের থেকে কমেছে আসন সংখ্যা। এ নিয়ে খানিকটা হলেও চিন্তিত বিশ্লেষকরা।

আরও পড়ুন: Chinese Kali Temple: ট্যাংরার চাইনিজ কালি মন্দির : হিন্দু-চিনার মিলনস্থল

   

উত্তরপ্রদেশে ভোটে যে দলগুলি লড়ছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি। গতবার যোগী সরকার ৪০৩ টি আসনের মধ্যে একাই ৩০০-র বেশি আসন জিতে সরকার গঠন করে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি কয়েকটি আসনে যেতে। সোমবার শুরু হওয়া সমীক্ষায় জানা যাচ্ছে, এবারে বিজেপি আবার ক্ষমতায় আসলেও পার্থক্য দেখা দেবে আসন সংখ্যায়। এই নির্বাচনে ফলাফলে যোগী সরকার পেতে পারে ২৪২-২৫২ টি আসন। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেতে পারে ১৭২ টি আসন, কংগ্রেস পাবে ৩-৪ টি আসন। এই রাজ্যের মোট ভোটার প্রায় ৪ লক্ষ। এর মধ্যে ৩৫ শতাংশ পিছিয়ে পড়া শ্রেণী এবং ২২ শতাংশ এসসি।

আরও পড়ুন: Ukrane War: পুতিনের সঙ্গে কথা মোদীর

এবারের উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে আগামী লোকসভা নির্বাচন। জিততে মরিয়া বিজেপি। অন্যদিকে কংগ্রেস উঠে দাঁড়াতে কসুর রাখছে না। বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যোগী আদিত্যনাথ। তিনি এবারে গোরক্ষপুর থেকে লড়ছেন। এর আগে কথা উঠেছিল তিনি অযোধ্যা থেকে ভোটে দাঁড়াতে পারেন। আর কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগামী ১০ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন