বড় ধাক্কা! কেজরিওয়ালকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

CBI Arrests CM Arvind Kejriwal

জামিন নিয়ে টানাপোড়েন চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতার করেছিল সিবিআই। এর আগে তাঁর ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

এদিন কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অবকাশকালীন বিচারক সুনেনা শর্মা কেজরিওয়ালকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। দিল্লি আফগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই।

   

এর আগে দিল্লি আফগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থার মতে, দিল্লির মুখ্যমন্ত্রী অধুনা বাতিল আফগারি নীতির খসড়া তৈরি করতে এবং মদের লাইসেন্সের বিনিময়ে ঘুষ বা ঘুষ চাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন।

বড় ‘খেলা’ জিতে আরও কঠিন বাজিমাতের চ্যালেঞ্জ মহুয়ার

তদন্তকারী সংস্থার দাবি, ঘুষ হিসেবে নেওয়া ১০০ কোটি টাকা গোয়া ও পঞ্জাবের নির্বাচনী প্রচারে ব্যবহার করেছিল আম আদমি পার্টি। আম আদমি পার্টি এবং কেজরিওয়াল এই গ্রেফতার ও মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছে। এই গ্রেফতারি ঘিরে বিজেপি এবং কংগ্রেস-আপ নেতৃত্বাধীন বিরোধীদের জোট ইন্ডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়।

জেলে থাকাকালীনই বার বার জামিনের আবেদন জানাতে থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১০ মে নির্বাচনী প্রচার চালানোর জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আদালতের নির্দেশে ২ জুন আত্মসমর্পণ করেন আপ সুপ্রিমো। তারপর থেকে জেলেই রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী।

মরিয়া শুভেন্দু! খাড়া করছেন হারের নিত্যনতুন অজুহাত

আত্মসমর্পণের আগে কেজরিওয়াল বলেন, আমি আপনাদের মধ্যে না থাকলেও চিন্তা করবেন না। সমস্ত কাজ চালু থাকবে। আমি আপনাদের মধ্যে শারীরিকভাবে উপস্থিত নাও থাকতে পারি, তবে আপনারা কোনও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। কোনও কাজ বন্ধ হবে না। আমার মা-বাবার বয়স হয়েছে…যদি আপনারা প্রতিদিন আমার মায়ের জন্য প্রার্থনা করেন, তিনি নিশ্চিতভাবেই সুস্থ থাকবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন