Monday, December 8, 2025
HomeBharatChandrababu Naidu: দুর্নীতির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর জেলে ঠাঁই

Chandrababu Naidu: দুর্নীতির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর জেলে ঠাঁই

- Advertisement -

প্রবল উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। সেই সাথে দক্ষিণের রাজনীতি আলোড়িত। কারণ, অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রের নাইডুকে জেলে নিয়ে যাওয়া হলো। দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই ও দ্য হিন্দু জানাচ্ছে,অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে 371 কোটি টাকার দক্ষতা উন্নয়ন কর্পোরেশন কেলেঙ্কারির মামলায় 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তেলেগু দেশম পার্টির নেতা – বিজয়ওয়াড়ার একটি দুর্নীতি বিরোধী আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাঁকে রাজামুন্দ্রি জেলে নিয়ে যাওয়া হয়।

ডেকান ক্রনিকল জানাচ্ছে, শনিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়। তেলেগু দেশম পার্টির প্রধানকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করতে ভোর ৩টার দিকে পুলিশের একটি দল পৌঁছেছিল। তার দলের কর্মীরা বিপুল সংখ্যক জড়ো হয়ে আন্দোলনের প্রতিবাদ করায় তৃন তারা তাকে গ্রেপ্তার করতে পারেনি
টিডিপি নেতার নিরাপত্তা রক্ষীরাও হস্তক্ষেপ করে বলেছিল যে তারা নিয়ম অনুযায়ী সকাল 5.30 টা পর্যন্ত পুলিশকে তাকে গ্রেপ্তার করতে দিতে পারে না। নাইডুকে অবশেষে সকাল 6 টার দিকে গ্রেপ্তার করা হয়৷

   

নাইডুকে ₹3,300 কোটি টাকার অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (APSSDC) কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়। নানা অন্ধ্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এই দুর্নীতি হয়েছিল৷ চলতি ছরের মার্চ মাসে, অন্ধ্রপ্রদেশ সিআইডি এই মামলার তদন্ত শুরু করে। তদন্তটি প্রাক্তন ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিস অফিসার আরজা শ্রীকান্ত যিনি 2016 সালে APSSDC-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ছিলেন, একজন অভিযুক্তের বিবৃতি এবং তিনজন IAS অফিসারের জবানবন্দির ভিত্তিতে শুরু হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular