নয়াদিল্লি: বৃহস্পতিবার কার্যত পূর্বঘোষিত “হাইড্রোজেন বোমা বিস্ফোরণ” করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পরিকল্পনা করে নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন তিনি। রাহুলের সরাসরি নিশানা ছুল মুখ্য নির্বাচন কমিশনার।
কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের প্রায় ৬০১৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকের বড় পর্দায় তথ্য তুলে ধরেন তিনি। এবার রাহুলের এই অভিযোগকে “ভুল এবং ভিত্তিহীন” বলে উড়িয়ে দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিক (CEC) জ্ঞানেশ কুমার বলেন, “অনলাইনে কোনও ভোট মুছে ফেলা সম্ভব না।
“ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে শুনানির সুযোগ না দিয়ে কোনও বাতিলকরণ করা যায় না”, বলে সাফ জানিয়ে দেন নির্বাচন কমিশনার। তবে কমিশন স্বীকার করেছে যে কর্ণাটকের অলান্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল। তবে তা বিফল হয় এবং বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছিল, বলে জানানো হয় ।
এদিন সাংবাদিক বৈঠকের জায়ান্ট স্ক্রিনে মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা তুলে ধরেন রাহুল দাবি করেন, অনলাইনে সেখানে ৬৮৫০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় ভাবে আদিবাসী, সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের নাম তালিকা থেকে মুছে দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে তিনি বলেন, “জ্ঞানেশ কুমারজি ভোট চুরিকে রক্ষা করছেন। এই নিয়ে আর কোনও দ্বিধা নেই”।