Lok Sabha Election 2024: ইভিএম ভাঙচুর, ফের ভোটের নির্দেশ নির্বাচন কমিশনের

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয়েছিল ইভিএম (Lok Sabha Election 2024)। আর তাই সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কর্নাটকের চামারাজানগর লোকসভা…

EVM

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয়েছিল ইভিএম (Lok Sabha Election 2024)। আর তাই সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কর্নাটকের চামারাজানগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হানুরের ওই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ, শনিবার এই নির্দেশ দেয় কমিশন। 

২৯ এপ্রিল হানুরের ১৪৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী, কমিশন রিটার্নিং অফিসার এবং সাধারণ পর্যবেক্ষকের সঙ্গে কথা বলে নির্বাচনী এলাকা এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছে, শুক্রবারের ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল হিসেবে ঘোষণা করা হচ্ছে। সেখানে পুনর্নির্বাচন হবে।

   

লোকসভা নির্বাচনে ভোট দেওয়া হবে কি হবে না, তা নিয়ে শুক্রবার ইন্দিগানাথ গ্রামের ওই ভোটকেন্দ্রে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভোট কেন্দ্রে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর নির্বাচন কমিশনকে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দিয়েছে কমিশন। 

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিছু ভোটার নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। তাই তাঁরা লোকসভা নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্য পক্ষে ঠিক করে, তাঁরা ভোট দেবে। এই বিষয়ে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরে তা হাতাহাতির রূপ নেয়। এর ফলে ইভিএম ক্ষতিগ্রস্ত হয়। ভিভিপ্যাটও ঠিকঠাক কাজ করেনি।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ৮৮টি আসনে ভোট হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।  নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।