Total Voters In Lok Sabha Election 2024: প্রথম ৫ দফায় কোন আসনে কত ভোট পড়ল? অবশেষে জানাল কমিশন

প্রথম পাঁচটি দফায় দেশের কোন আসনে মোট কত ভোট পড়েছে, ভোটষষ্ঠীর দিন সেই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। এর আগে পাঁচ দফা ভোট হয়ে গেলেও…

election commission finally releases total voter numbers in 1st to 5th phases state and seat wise data, প্রথম ৫ দফায় কোন আসনে কত ভোট পড়ল? অবশেষে জানাল কমিশন

প্রথম পাঁচটি দফায় দেশের কোন আসনে মোট কত ভোট পড়েছে, ভোটষষ্ঠীর দিন সেই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। এর আগে পাঁচ দফা ভোট হয়ে গেলেও কোন আসনে ঠিক কতজন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তা প্রকাশ করেনি কমিশন। কমিশনের তরফে দাবি করা হয়েছে, ৭ মে পর্যন্ত কমিশনের হাতে যে তথ্য এসেছে, সেটার ভিত্তিতেই সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
তবে তাতে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করা হয়নি।

শনিবার কমিশনের তরফে দাবি করা হয়েছে, কোনও লোকসভা কেন্দ্রে মোট কত ভোট পড়েছে, সেটা ফর্ম ১৭-সি’তে উল্লেখ করা থাকে। কেউ কী আকাশকুসুম ভাবছে, তাতে বাস্তবটা পালটে যায় না। যদিও পালটা খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন করেছে যে আচমকা সেই পরিসংখ্যান প্রকাশ করা হল।

   

প্রথম দফায় দেশে ভোটারদাতার সংখ্যা ও ভোটদানের হার

কমিশনের দেওয়া তথ্য অনুসারে জানানো হয়েছে, প্রথম দফায় দেশের মোট ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল ১৬,৬৩,৮৬,৩৪৪। আর ১১,০০,৫২,১০৩টি ভোট পড়েছে। অর্থাৎ ভোটদানের হার হল ৬৬.১৪ শতাংশ।

দ্বিতীয় দফায় ভোটারদাতার সংখ্যা ও ভোটদানের হার

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় দফায় দেশের ৮৮টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল। মোট ভোটদানের হার ছিল ৬৬.৭১ শতাংশ। মোট ভোটারের সংখ্যা যেখানে ১৫,৮৬,৪৫,৪৮৪ ছিল, সেখানে ১০,৫৮,৩০,৫৭২ জন ভোট দিয়েছেন।

তৃতীয় দফায় দেশে কত ভোট পড়েছে?

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তৃতীয় দেশে মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ওই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ছিল ১৭,২৪,০৪,৯০৭। ভোট দিয়েছেন ১১,৩২,৩৪,৬৭৬ জন। অর্থাৎ ভোটদানের হার হল ৬৫.৬৮ শতাংশ।

চতুর্থ দফায় দেশে মোট কতজন ভোট দিয়েছেন?

কমিশনের তরফে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ৬৯.১৬ শতাংশ ভোট পড়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল ১৭,৭০,৭৫,৬২৯। আর ১২,২৪,৬৯,৩১৯ জন ভোট দিয়েছেন।

পঞ্চম দফায় দেশে কত ভোট পড়েছে?

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রথম পাঁচটি দফার মধ্যে সবথেকে কম ভোট পড়েছে পঞ্চম দফায়। মোট ভোটারের সংখ্যা ৮,৯৫,৬৭৯৭৩। ভোট দিয়েছেন ৫,৫৭,১০,৬১৮। অর্থাৎ ভোটদানের হার হল ৬২.২ শতাংশ।

‘ভোটব্যাঙ্কের দাসত্ব করতে গিয়ে মুজরা করেছেন বিরোধীরা’, খোঁচা মোদীর