বাংলার গণতন্ত্রকে হত্যা করেছেন মমতা, দাবি করলেন অমিত মালব্য

ষষ্ঠদফার ভোটের দিন বাংলায় ফিরল অশান্তির চেনা ছবি। এইদিন ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অশান্তির খবর পাওয়া গিয়েছে। গরবেতায়…

amit malyaba attacks mamata banerjee

ষষ্ঠদফার ভোটের দিন বাংলায় ফিরল অশান্তির চেনা ছবি। এইদিন ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অশান্তির খবর পাওয়া গিয়েছে। গরবেতায় মাথা ফেটেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। শুধু তাই নয়, আহত হয়েছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। এই ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অমিত মালব্য।

   

গড়বেতাকাণ্ড এদিন অমিত মালব্য এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্ষোভ উগরে দেন। বলেন,’বাংলার গণতন্ত্রকে খুন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী ও সংবাদমাদ্যমের উপর হামলা চালাল তৃণমূলের গুন্ডারা। ভোটারদের বাধা দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে ভোটদানের হার সর্বোচ্চ। তৃণমূলকে উৎখাত করতে ভোট দিচ্ছে মানুষ’, দাবি অমিত মালব্যর।

এখানেই শেষ নয়, এইদিন কেশপুরে বিক্ষোভের মুখে পড়েন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এইদিন তৃণমূলের সমর্থকরা তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। তাঁকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এই নিয়েও অমিত মালব্য কটাক্ষ করেছেন। তিনি সমাজমাধ্যমে লেখেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঙ্গি বিগ্রেড  কেশপুরে দাপিয়ে বেড়াচ্ছে। অথচ রাজ্য পুলিশ চুপ করে এই ঘটনা দেখছে। তবে তিনি আরও লেখেন যে এর জবাব দেবে সাধারণ মানুষ।