আর্থিক তছরুপ মামলায় মুখ্যমন্ত্রীকে ED তলব

ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে ED তলব। শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করে আগামী ২৪ আগস্ট তাকে হাজিরা দিতে বলা হয়েছে।

Lokayukta Raids Officials and Congress Leader in Karnataka, Seizes ₹30 Lakh Cash

ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে ED তলব। শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করে আগামী ২৪ আগস্ট তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ১৪ আগস্ট তাকে তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি হাজিরা দেননি। এরপরই দ্বিতীয়বার তলব করা হল হেমন্ত সোরেনকে।

জানা গেছে, জমি সংক্রান্ত আর্থিক বেনিয়মের তদন্তে তলব করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। আগামী ২৪ আগস্ট রাঁচিতে ইডির জোনাল অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে তাকে তলব করা হলে, সেই সময় তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় হাজিরা এড়িয়ে গেছিলেন।

Hemant Soren

ইডির সমন নিয়ে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতা রাজেশ ঠাকুর বলেন, “তদন্তকারী সংস্থা নিছক একটা গল্প তৈরি করছে। যেখানে মুখ্যমন্ত্রীর ১৫ আগস্ট পতাকা তোলার কথা, সেখানেই ১৪ আগস্ট তলব করেছিলেন। এখন আবার ২৪ আগস্ট তলব করেছেন কেন? আপনারা তো ১৭ বা ১৮ অগস্ট তলব করতে পারতেন। এতেই প্রমাণিত হচ্ছে যে আপনাদের তদন্তে কোনও তাড়া নেই, আপনারা কেবল বার্তা দিতে চাইছেন, এটা ঠিক নয়।”

উল্লেখ্য, জমি দুর্নীতির পাশাপাশি বেআইনি খনন সংক্রান্ত আর্থিক তছরুপের মামলাও রয়েছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার প্রধানের বিরুদ্ধে। গত বছরই ১৭ নভেম্বর ইডি তাকে ৯ ঘণ্টা ধরে জেরা করেছিল ওই আর্থিক তছরুপ মামলায়।