জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে বাস দুর্ঘটনায় মৃত ১১

News Desk: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম হয়েছেন ১৯ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা…

bus accident

News Desk: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম হয়েছেন ১৯ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে সুই গোয়ারির কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একটি মোড় ঘুরতে গিয়ে ওই মিনি বাসটি পাহাড় থেকে গড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে ওই মিনি বাসটি থাতরি থেকে ডোডা যাচ্ছিল। সুই গোয়ারের কাছে একটি মোড় ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদের মধ্যে উল্টে পড়ে। প্রবল শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই খবর দেন পুলিশকে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। কিন্তু বাসটি বেশ কয়েকশো ফুট নিচে পড়ে যাওয়ায় তোলা সম্ভব হচ্ছিল না। তাই খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর জওয়ানরা আসার পরই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকারী দল বাসটি থেকে একে একে যাত্রীদের উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১জনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

   

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কী কারণে বাসটি হঠাৎই খাদে গড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ মনে করছে পাহাড়ের বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিলেন।

এই দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইট করেন, জম্মু-কাশ্মীরের থাতরি-ডোডা রোডে দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মৃতদের পরিবারকে সব ধরনের সাহায্য করবে সরকার। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী এক নির্দেশে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে অনুরোধ করেছেন। পাশাপাশি নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, এ দিনের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মাথাপিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জেলা প্রশাসনকে যত শীঘ্র সম্ভব উদ্ধারকাজ শেষ করার জন্য পরামর্শ দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন মন্ত্রী।