আজ মঙ্গলবার রাজ্যে ফের উদ্ধার হল টাকার পাহাড়। ইডি (ED)-র তল্লাশি অভিযানে নতুন করে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। আজ যেখানে দেশজুড়ে তৃতীয় দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে এই ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গিয়েছে, গতকালের অভিযানের ধারাবাহিকতায় আজ ঝাড়খণ্ডের রাঁচির আরো পাঁচটি জায়গায় নতুন করে তল্লাশি চালায় ইডি। রাজীব কুমার সিং নামে এক ঠিকাদারের কাছ থেকে আজ দেড় কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর। নগদ টাকায় তাঁর মাধ্যমে ১০ কোটি টাকারও বেশি নগদ টাকা পাচার হয়েছে।
বীরেন্দ্র রাম কাণ্ডে ৬ মে থেকে রাঁচির একাধিক জায়গায় তল্লাশি শুরু করে ইডি। ইডি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঝাড়খণ্ড গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বীরেন্দ্র কে রামকে কিছু প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে অর্থ পাচারের মামলায় গ্রেফতার করেছিল।
Ranchi, Jharkhand: ED conducted fresh searches at five locations today, in continuation of yesterday’s raid. Today 1.5 crores were recovered from Rajiv Kumar Singh, a contractor. In cash haul, cash of more than 10 Crores were routed through him.
ED started raids at multiple… pic.twitter.com/xraYi1lOpM
— ANI (@ANI) May 7, 2024