বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (AAP)। বহু আপ নেতার বাড়িতে তল্লাশি শুরু করল ইডি (ED Raid)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টিম ১২টিরও বেশি জায়গায় অভিযান চালাচ্ছে বলে খবর। আম আদমি পার্টির যে নেতাদের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, তাঁদের মধ্যে রাজ্যসভার সাংসদ এনডি গুপ্তা-সহ একাধিক নাম রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডির দল।
দিল্লিতে আম আদমি পার্টির প্রায় ১২টি জায়গায় ইডির অভিযান চলছে।আর্থিক তছরুপ মামলায় ইডি টিম এই অভিযান চালাচ্ছে। ইডি দল আম আদমি পার্টির সাংসদ এনডি গুপ্তা, কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমার এবং দিল্লি জল বোর্ডের প্রাক্তন সদস্য শলভ কুমারের বাড়িতে পৌঁছেছে। তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
আজ দশটা নাগাদ অতিশী ইডি নিয়ে প্রেস মিট করবেন বলেছিলেন। এর আগে ইডি টিম অভিযান শুরু করে।সোমবার দিল্লির আম আদমি পার্টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এর মাধ্যমে জানানো হয়েছিল, ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় ইডি সম্পর্কে কিছু তথ্য জানাবেন অতিশী। আজ অতিশী সাংবাদিক সম্মেলন শুরু করার আগেই ইডি একাধিক আপ নেতার বাড়িতে তল্লাশি শুরু করে।
ইদানীং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমস্যা অনেকটাই বেড়েছে। অনেক নেতা আর্থিক তছরুপের মামলায় জেলে গেছেন। খোদ ইডি-র খড়গ ঝুলছে কেজরিওয়ালের ওপর। ইডি থেকে কেজরিওয়ালের কাছে পাঁচটি সমন পাঠানো হয়েছে। চারটি সমন নিয়ে ইডি-র সামনে হাজির হননি তিনি।
গত চার মাসে চারবার কেজরিওয়ালের কাছে সমন পাঠালেও তিনি একবারও হাজিরা দেননি। পাঁচটি সমন পাঠিয়েও জিজ্ঞাসাবাদে না আসায় আদালতের দরজায় কড়া নেড়েছে ইডি। সংস্থাটি আদালতে দায়ের করা অভিযোগে বলেছে যে কেজরিওয়াল ইডির সমন মেনে চলছেন না। আগামী ৭ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।